You dont have javascript enabled! Please enable it! 1972.08.08 | জরুরি ভিত্তিতে ত্রাণকার্য চালান- বঙ্গবন্ধুর নির্দেশ | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

জরুরি ভিত্তিতে ত্রাণকার্য চালান- বঙ্গবন্ধুর নির্দেশ

লন্ডনে চিকিৎসাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের বন্যাদুর্গত জনসাধারণের প্রতি গভীর সহানুভূতি জানিয়ে জরুরি ভিত্তিতে ত্রাণকার্য চালিয়ে যাবার জন্য সরকারের প্রতি নির্দেশ দিয়েছেন। অস্থায়ী প্রধানমন্ত্রী সৈয়দ নজরুল ইসলামের নিকট প্রেরিত এক বার্তায় অসুস্থ প্রধানমন্ত্রী বলেন, দুর্গতদের সাহায্যের জন্য সম্ভাব্য সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করতে হবে। বঙ্গবন্ধু বলেন, ত্রাণকার্যের জন্য অর্থ কোনো সমস্যা হতে পারে না। তিনি মন্ত্রিসভার সকল সদস্যকে বন্যাদুর্গত এলাকা সফর ও সেখানে অবস্থান করে ত্রাণকার্য পরিচালনার নির্দেশ দেন। বঙ্গবন্ধু জরুরি ভিত্তিতে ত্রাণকার্য চালানোর জন্য বিমানসহ সকল প্রকার পরিবহনের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন।
বন্যাদুর্গতদের প্রতি গভীর সহানুভূতি জ্ঞাপন করে বঙ্গবন্ধু তাঁর বার্তায় বলেন, আমার দেশবাসীকে জানিয়ে দিন, যত দূরেই থাকি না কেন, তাদের দুঃখ দুর্দশার কথা সর্বক্ষণ আমার অন্তর জুড়িয়া থাকে।২৪

রেফারেন্স: ৮ আগস্ট ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ