মরণপণ প্রচেষ্টা গ্রহণ করতে হবে- রাষ্ট্রপ্রধান
সিরাজগঞ্জ। রাষ্ট্রপ্রধান বিচারপতি জনাব আবু সাঈদ চৌধুরী আজ বলেন যে, প্রমত্তা যমুনার করাল গ্রাস হতে সিরাজগঞ্জ শহরকে রক্ষার জন্য কাল বিলম্ব না করে মরণপণ ও সর্বাত্মক প্রচেষ্টায় ব্রতী হতে হবে। রাষ্ট্রপ্রধান সিরাজগঞ্জ শহর রক্ষাকারী বাঁধ পরিদর্শন করেন ও বাধের বিভিন্ন জায়গায় একাধিক ভাঙ্গন দেখেন। তিনি বন্যা ও ভাঙ্গনের ফলে জনগণের দুর্দশা দেখে বিচলিত হন। রাষ্ট্রপ্রধান সিরাজগঞ্জ শহর রক্ষার সমস্যাটি জরুরি ভিত্তিতে মোকাবিলা করা হবে বলে ঘোষণা করেন। তিনি দৃঢ় আশ্বাস দেন যে, জনসাধারণের দুর্দশা লাঘবের জন্য সরকারের পক্ষে সম্ভব সবকিছুই করা হবে। ইতোপূর্বে রংপুর সর্বস্তরের জনগণের এক সমাবেশে রাষ্ট্রপ্রধান পাকিস্ত নিবাহিনীকে বাংলাদেশের মাটি হতে নির্মূল করার ব্যাপারে জনগণ যে বীরত্বের পরিচয় দিয়েছিলেন সেই একই বীরত্ব নিয়ে প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা করার আহ্বান জানান। রাষ্ট্রপ্রধান। বাংলাদেশের বন্যা দুর্গত জনগণের সাহায্যার্থে এগিয়ে আসার জন্য বিভিন্ন আন্তর্জাতিক সমাজকল্যাণ সংস্থার নিকটও আবেদন জানিয়েছেন। রাষ্ট্রপ্রধান বলেন, হতাশ হবেন না, এক ঐক্যবদ্ধ ও সুশৃক্ষল প্রচেষ্টা নিয়ে আমাদেরকে প্রাকৃতিক দুর্বিপাকের মোকাবিলা করতে হবে। তিনি জনসাধারণকে মানবিক ত্রাণকার্যে আত্মনিয়োগ করতে আহ্বান জানান এবং স্থানীয় রিলিফ কমিটি সমূহকে ত্রাণ সামগ্রির সুষ্ঠু বণ্টন করতে বলেন। বন্যা দুর্গত এলাকা পরিদর্শনের জন্য রাষ্ট্রপ্রধান অদ্য হেলিকপ্টার যোগে রংপুরে পৌছিলে পূর্তমন্ত্রী জনাব মতিউর রহমান এবং বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রী খন্দকার মোশতাক আহমদ তাকে অভ্যর্থনা জানান।
গুদামের অভাবে লক্ষ লক্ষ টাকার সম্পদ নষ্ট হচ্ছে
ভেড়ামারা, কুষ্টিয়া। পাকশীস্থ নর্থ বেঙ্গল পেপার মিলস-এর সহস্রাধিক টাকার রাসায়নিক দ্রব্য ও যন্ত্রপাতি গুদামঘরের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া উল্লেখযোগ্য পরিমাণ কাগজের মণ্ড খোলা জায়গায় পড়ে থাকার দরুণ নষ্ট হয়ে যাচ্ছে। পেপার মিলস কর্মচারী ইউনিয়নের জনৈক কর্মকর্তার মতে বৃষ্টির দরুণ ১ লাখ টন মূল্যের কাগজের মণ্ড নষ্ট হয়েছে। বৃষ্টির ফলে অন্যান্য রাসায়নিক দ্রব্যসামগ্রীও নষ্ট হচ্ছে বলে উক্ত শ্রমিক নেতা অভিযোগ করেছেন। শেডের অভাবে ধ্বংসপ্রাপ্ত মিলের জীপসহ কয়েকটি গাড়ী এবং বেশকিছু সংখ্যক যন্ত্রপাতি খোলা জায়গায় পড়ে থাকার দরুণ রৌদ্রে পুড়ে ও বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যাচ্ছে বলে অপর এক খবরে প্রকাশ।৮
রেফারেন্স: ৩ আগস্ট ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ