You dont have javascript enabled! Please enable it! 1972.07.31 | দালাল আদেশ সংশোধনের পক্ষে অধিকাংশ সদস্যের মত প্রকাশ | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

দালাল আদেশ সংশোধনের পক্ষে অধিকাংশ সদস্যের মত প্রকাশ

সোমবার সন্ধ্যায় বর্ধিত সভায় বিভিন্ন জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিজ নিজ জেলা সংক্রান্ত রিপোর্ট প্রদান সমাপ্ত হয়। উল্লেখযোগ্য যে, প্রত্যহ ২টি করে অধিবেশনে মোট ৩ দিনে ৬টি অধিবেশনে দেশের ৫৯টি জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকদের রিপোর্ট প্রদান গতকাল সন্ধ্যায় সমাপ্ত হয়। বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জনাব কোরবান আলীর সভাপতিত্বে গণভবনে অনুষ্ঠিত অধিবেশনে অংশগ্রহণকারী অধিকাংশ প্রতিনিধি দালাল আইন সংশোধনের পক্ষে অভিমত প্রকাশ করেন। নবীন সদস্যদের কেউ কেউ দালালদের সামারী ট্রায়লের ব্যবস্থা করারও প্রস্তাব করেন।
পাকিস্তানে প্রেরণের প্রস্তাব : জনৈক প্রবীণ সদস্য দালাল, রাজাকার, আল-বদর, আল শামসসহ যেসব ব্যক্তি পাকিস্তানের সমর্থক ছিল এদেরকে জাহাজে করে পাকিস্তানে প্রেরণের প্রস্তাব করেন। উক্ত সদস্য এসব দালালদের বিচারের জন্য অযথা সময় এবং অর্থ ব্যয় না করে এই অর্থ সময় এবং জনশক্তি দেশগঠনের কাজে নিয়োজিত করার পক্ষে মত প্রকাশ করেন।
আজ মঙ্গলবার সকাল ৯ টায় পুনরায় গণভবনে মুলবতী অধিবেশন শুরু হবে। বিভিন্ন দফতরের মন্ত্রী আজ সকালের অধিবেশনে আলোচনায় অংশগ্রহণ করবেন। গত তিন দিনের অধিবেশনে বিভিন্ন জেলা প্রতিনিধি বিভিন্ন দফতর সম্পর্কে যেসব অভিযোগ কিংবা সমস্যার কথা উল্লেখ করেন, মন্ত্রীবর্গ তার জবাব দান করবেন।
বিকালে কার্যকরী সংসদের সভা : আজ বিকেলে পুনরায় কেন্দ্রীয় কার্যকরী সংসদের পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হবে। এই অধিবেশনে বর্ধিত সভায় বিভিন্ন জেলা প্রতিনিধিগণ কর্তৃক প্রদত্ত প্রস্ত বিসমূহ বিবেচনা এবং সব অনুমোদন করা হবে। উল্লেখযোগ্য যে, দলের সাধারণ সম্পাদক জনাব জিল্লুর রহমানের নেতৃত্বে গঠিত একটি বিষয় নির্ধারণী সাব কমিটি কেন্দ্রীয় কার্যকরী সংসদের অনুমোদনের জন্য ইতোমধ্যেই প্রস্তাবাবলী প্রস্তুতের কাজ সম্পন্ন করেছে।

রেফারেন্স: ৩১ জুলাই ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ