অক্টোবরের মধ্যে শাসনতন্ত্র দিতে হবে- মওলানা ভাসানী
সন্তোষ, টাঙ্গাইল। ন্যাশনাল আওয়মী পার্টির প্রধান মওলানা আব্দুল হামিদ খান ভাসানী আগামি ৮ অক্টোবরের মধ্যে দেশের শাসনতন্ত্র প্রণয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি এই মর্মে হুশিয়ারি উচ্চারণ করেন যে, এই সময়ের মধ্যে শাসনতন্ত্র প্রণয়নে সরকার ব্যর্থ হলে ন্যাপ প্রণিত শাসনতন্ত্র গ্রহণের জন্য তার পার্টি দেশব্যাপী গণআন্দোলন শুরু করবে। আজ পার্টির সাংগঠনিক কমিটির বর্ধিত সভায় উদ্বোধনী অধিবেশনে ভাষণদানকালে বয়োবৃদ্ধ নেতা উপরোক্ত আহ্বান জানান। তিনি বলেন, সরকার কর্তৃক প্রণীত শাসনতন্ত্রের যদি কোনো আশা আকংখা প্রতিফলিত না হয়, তবে তার পার্টি এই শাসনতন্ত্র গ্রহণ করবে না। মওলানা ভাসানী বলেন, দেশের পার্লামেন্ট যাতে আনুপাতিক হারে কৃষক শ্রমিকের প্রতিনিধি থাকতে পারে, সে ব্যাপারে শাসনতন্ত্রের সুযোগ থাকতে হবে। কারণ দেশের জনসংখ্যার শতকরা ৮০ ভাগ কৃষক ও শ্রমিক। ন্যাপ প্রধান বলেন, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের শাসনতন্ত্র প্রণয়নের জন্য একমাত্র গ্রহণযোগ্য কর্তৃপক্ষ হলো মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বিপ্লবী পার্টির সঙ্গে তারা গঠিত এক বিপ্লবী সরকার। তিনি বলেন, দেশে জনগণ সার্বভৌম বাংলাদেশের শাসনতন্ত্র প্রণয়নের জন্য আজ আওয়ামী লীগকে কখনো ম্যান্ডেট দেয় না। কাজেই আওয়ামী লীগের পক্ষে নিজের ইচ্ছা অনুযায়ী শাসনতন্ত্র প্রণয়ন করা অভিপ্রেত হবে না।১১৯
রেফারেন্স: ৩০ জুলাই ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ