ইন্দিরার নিকট বঙ্গবন্ধুর ব্যক্তিগত লিপি
বাংলাদেশের হাইকমিশনার ড. এ আর মল্লিক আজ অপরাহ্নে ভারতের প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধীর হাতে বঙ্গবন্ধুর একটা ব্যক্তিগত লিপি প্রদান করেন বলে বাসসের বিশেষ সংবাদদাতা জানিয়েছেন। হাইকমিশনার স্বল্পকালীন সাক্ষাৎকারে মিসেস গান্ধীকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এক মৌখিক বার্তাও জানান। বঙ্গবন্ধুর বার্তা বিষয়বস্তু প্রকাশ করা হয় নাই। হাই কমিশনার পূর্বে ঢাকা হতে এই বার্তা বয়ে আনেন কিন্তু বঙ্গবন্ধুকে বিদায় অভ্যর্থনা জ্ঞাপনের জন্য বোম্বাই যাওয়ার জন্য তিনি এই অভিনন্দন বার্তা মিসেস গান্ধীকে দিতে পারে নি। বঙ্গবন্ধু একটা উপহারও মিসেস গান্ধীকে দেন। উল্লেখযোগ্য যে, মিসেস গান্ধী এই মাসের প্রথম দিকে মি. হাকসারের মারফত বঙ্গবন্ধুকে একটা লিপি দিয়েছিলেন।১০৯
রেফারেন্স: ২৯ জুলাই ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ