You dont have javascript enabled! Please enable it! 1972.07.24 | বিদেশি চরেরা স্বাধীনতা বানচালের জন্য চক্রান্ত চালাচ্ছে | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

বিদেশি চরেরা স্বাধীনতা বানচালের জন্য চক্রান্ত চালাচ্ছে

আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনী প্রধান জনাব আবদুর রাজ্জাক ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব জনাব তোফায়েল আহমেদ সতর্কবাণী উচ্চারণ করে বলেন যে, মার্কিন সাম্রাজ্যবাদ ও চীনা সুবিধাবাদীরা বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চালাচ্ছে। নেত্রীদ্বয় বলেন যে, এই দুই শক্তি বিগত স্বাধীনতা আন্দোলনে সম্ভাব্য সব রকমের বিরোধীতা করেছে। কিন্তু বাংলার স্বাধীনতাকে তারা ঠেকিয়ে রাখতে পারে নাই। এক্ষণে তারা বাংলার স্বাধীনতাকে বানচাল করার ষড়যন্ত্র করছে। নেত্রীদ্বয় এসব আন্ত র্জাতিক ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। কারণ এসব চক্রান্ত কারীরা বাংলাদেশে নিযুক্ত এজেন্টদের মাধ্যমে তাদের উদ্দেশ্য হাসিলের প্রচেষ্টা চালাচ্ছে। জনাব রাজ্জাক ও জনাব তোফায়েল সন্ধ্যায় ঢাকা জেলা ও ঢাকা শহর আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বক্তৃতা করছিলেন। গত রোববারের ছাত্র সংঘর্ষের প্রতিবাদে সার্কিট হাউস রোডস্থ আওয়ামী লীগ কার্যালয়ে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনীর প্রধান জনাব আবদুর রাজ্জাক এম, সি, এ। সভায় জনাব তোফায়েল একটা বিশেষ দলের কার্যকলাপের তীব্র নিন্দা করেন এবং বলেন যে, তারা কতিপয় বিদেশি হাতে ক্রীড়নক। তিনি আওয়ামী স্বেচ্ছাসেবকদের ধৈর্য সহকারে এবং শান্তিপূর্ণভাবে মুজিববাদ প্রতিষ্ঠার জন্য সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। জনাব তোফায়েল বলেন,বাংলার মাটিতে বসে যারা বঙ্গবন্ধুকে ছোট করার চেষ্টা করছে তাদেরকে সহ্য করা হবে না। তিনি আওয়ামী স্বেচ্ছাসেবককে বৃহত্তর সংগ্রামের জন্য মহল্লায় মহল্লায় প্রস্তুত থাকার আহ্বান জানান। সভায় জনাব আবদুর রাজ্জাক গত রোববারের অপ্রীতিকর ঘটনার পূর্ণ ব্যাখ্যা দান করেন। তিনি বলেন, রোববারের ঘটনায় ১৯ জন স্বেচ্ছাসেবক আহত ও ইব্রাহিম নামক জনৈক স্বেচ্ছাসেবক নিখোঁজ হয়েছে। তিনি অবিলম্বে ইব্রাহিমকে খুঁজে বের করার জন্য সরকারের প্রতি আবেদন জানান। জনাব রাজ্জাক বলেন, গত রোববারে ঘটনার পিছনে আছে আমেরিকা আর চীনের ষড়যন্ত্র। তিনি বলেন, টাকা-পয়সা দিয়ে গুণ্ডা ভাড়া করে এক শ্রেণির লোক দেশে সন্ত্রাস সৃষ্টির মাধ্যমে স্বাধীনতা নস্যাৎ করার চেষ্টা চালাচ্ছে। তিনি তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন। জনাব রাজ্জাক বলেন, মুজিববাদ প্রতিষ্ঠার জন্য যে কোনো রকমের ত্যাগ শিকারের জন্য তিনি এবং তার দলের লোকেরা সর্বদায়ী প্রস্তুত। জনাব রাজ্জাক দেশের দুষ্কৃতকারীদের কাছ থেকে অবিলম্বে বিভিন্ন অস্ত্রশস্ত্র উদ্ধার করার জন্য সরকারের প্রতি আবেদন জনান। জনাব রাজ্জাক বলেন, এদেশে এক শ্রেণির লোক আমেরিকা ও চীনের সঙ্গে হাত মিলিয়ে পাকিস্তানিদের সাথে যোগসাজস রক্ষা করে বঙ্গবন্ধু নেতৃত্বকে অস্বীকার করতে চায়। তিনি বলেন, অবিলম্বে এদের শাস্তি হওয়া উচিত। দেশের এক শ্রেণীর দুষ্কৃতকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি বাণী উচ্চারণ করে জনাব রাজ্জাক বলেন, লাঠি-সড়কি ও বল্লম দ্বারা কেউ স্বেচ্ছা সেবকদেরকে দমাতে পারবে না। সভায় বক্তৃতা করেন, ঢাকা নগর আওয়ামী স্বেচ্ছাসেবক প্রধান জনাব ফজলুল হক ও মাতুয়াইল ইউনিয়ন আওয়ামী প্রধান ড. মির্জা সভায় উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী জনাব গোলাম সরোয়ার, ব্যারিষ্টার আমিরুল ইসলাম ও প্রমুখ নেতা।৯১

রেফারেন্স: ২৪ জুলাই ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ