You dont have javascript enabled! Please enable it! 1972.07.19 | ধনতন্ত্রের যন্ত্র দিয়ে সমাজতন্ত্র সম্ভব নয়- তাজউদ্দিন আহমদ | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

ধনতন্ত্রের যন্ত্র দিয়ে সমাজতন্ত্র সম্ভব নয়- তাজউদ্দিন আহমদ

“বাংলাদেশে ধনতন্ত্রের কোনো স্থান হবে না। আর বেশি বাকি নেই, ধনতন্ত্রের দিন শেষ হয়ে এসেছে। বাংলাদেশে সমাজতন্ত্রের প্রতিষ্ঠা হবেই।” অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ ছাত্র-শিক্ষক কেন্দ্রে এ ঘোষণা করেন। তিনি সলিমুল্লাহ হলের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, সমাজতন্ত্র নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। সমাজতন্ত্র সমাজ ব্যবস্থার একটি অর্থনৈতিক বিশ্লেষণ। সমাজতন্ত্র কোনো পাকিস্তান প্রণালী নয়। এটি নিজেই স্বয়ংসম্পূর্ণ। তিনি আরো বলেন, কাল মার্ক্সকে কোনো ক্রমেই অস্বীকার করা যায় না। মার্কসবাদকে অস্বীকার করার অর্থ হচ্ছে দিন ও রাতকে অস্বীকার করা। তিনি বলেন, ধনতন্ত্রের যন্ত্র দিয়ে সমাজতন্ত্র হবে না। সমাজতন্ত্রের যন্ত্র চালু করতে হলে সমাজতন্ত্রের কারিগর দরকার আর ছাত্র সমাজই হচ্ছে সমাজতন্ত্র গড়ার কারিগর। তিনি ছাত্রসমাজকে আমলাতান্ত্রিক মনোভাব পরিহার করার আহ্বান জানান। তিনি অনার্স পরীক্ষার্থীদের উপাচার্য সহ বিভাগীয় প্রধান ও হলের প্রভোষ্টদের ঘেরাও করার জন্যে মর্মাহত হয় এবং দুঃখ প্রকাশ করেন। উল্লেখযোগ্য যে, অনার্স পরীক্ষার্থীগণ গতকাল শর্তাধীন উত্তরণের জন্যে উপাচার্য সহ বিভাগীয় প্রধান ও প্রভোষ্টদের অফিস ঘেরাও করে। তিনি শিক্ষা কমিশনে ছাত্র প্রতিনিধি গ্রহণের বিপক্ষেও মত প্রকাশ করেন। দেশের দুষ্কৃতিকারী ও সমাজ বিরোধীদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করার জন্যে তিনি ছাত্র ও জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি ঘোষণা করেন, দেশের অর্থনীতি হবে সমাজতান্ত্রিক এবং সরকার এই আদর্শ থেকে বিচ্যুৎ হয়নি। অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ড. মাহমুদ। আরো বক্তৃতা করেন সলিমুল্লাহ হলের প্রভোষ্ট জনাব নূর মোহাম্মদ মিয়া, হল সংসদের পুরাতন ও নতুন সহসভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ। শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।৭২

রেফারেন্স: ১৯ জুলাই ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ