You dont have javascript enabled! Please enable it! 1972.07.12 | সাড়ে ৭ কোটি মানুষের ভাগ্যেন্নয়নে আওয়ামীলীগ সরকার বৈপ্লবিক কর্মসূচী দিয়েছে | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

সাড়ে ৭ কোটি মানুষের ভাগ্যেন্নয়নে আওয়ামীলীগ সরকার বৈপ্লবিক কর্মসূচী দিয়েছে

কিশোরগঞ্জ। বর্তমান আওয়ামী লীগ সরকার জনপ্রতিনিধি সরকার। এ সরকার বাংলার সাড়ে সাত কোটি মানুষের ভাগ্যোন্নয়নে যে বৈপ্লবিক কর্মসূচি দিয়েছে তা অতীতে কেউ দিতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। সম্প্রতি পাকুন্দিয়া উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত থানা আওয়ামী লীগ কর্মাসম্মেলনে সভাপতির ভাষণে জনাব একে, এম শামসুল হক প্রামানিক এই কথা বলেন। তিনি সরকারের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরবর্তী কার্যাবলির বিবরণদান করে বলেন যে, সশস্ত্র বিপ্লবের এক মাসের মধ্যে প্রশাসনিক কাঠামো পুনঃপ্রতিষ্ঠার একটা বিষ্ময়কর ব্যাপার। অন্যকোনো গণতান্ত্রিক দেশে এর নজীর নেই বলে তিনি উল্লেখ করেন। অসহযোগ আন্দোলন, ত্রাণ ও পুনর্বাসন কাজে আত্মনিয়োগ, স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণের দরুণ সংগঠনের শূন্যতার সুযোগে কিছু সংখ্যক লোক দলীয় সংগঠনে অনুপ্রবেশ করে জনগণকে নানাভাবে বিভ্রান্ত করার যে ব্যর্থ অপপ্রয়াস চালাচ্ছে। তাদের ব্যাপারে সতর্ক থাকার জন্য তিনি কর্মীদের প্রতি আহ্বান জানান। আওয়ামী লীগ নির্বাচনের পূবে জনগণের নিকট যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা অক্ষরে অক্ষরে পালন করা হবে বলে জনাব হক আশ্বাস দেন।৪৫

রেফারেন্স: ১২ জুলাই ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ