You dont have javascript enabled! Please enable it! 1972.07.10 | বঙ্গবন্ধুকে যারা স্বৈরতন্ত্রের প্রতিভূ বানাতে চায় তাদের অবশ্যই প্রতিরোধ করা হবে | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

বঙ্গবন্ধুকে যারা স্বৈরতন্ত্রের প্রতিভূ বানাতে চায় তাদের অবশ্যই প্রতিরোধ করা হবে

ঝিনাইদহ। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি জনাব নুরে আলম সিদ্দিকী সোনার বাংলার পুনর্গঠন ও দেশে মুজিববাদ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন যে, মার্কিন সাম্রাজ্যবাদের ও চীনের বিভ্রান্ত নেতৃত্বের বিরোধীতা সত্ত্বেও বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। তাদের অস্বীকৃতি ও চক্রান্ত সত্ত্বেও এই স্বাধীনতাকে রক্ষা করা হবে। তিনি বলেন যে, আজকের শপথ হচ্ছে স্বাধীন বাংলার অধিকার যদি কেউ কেড়ে নেয়, কারো মুখের গ্রাস যদি কেউ কেড়ে খায় তবে তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। বঙ্গবন্ধুকে যারা বন্ধু সেজে স্বৈরতন একনায়কতন্ত্রের প্রতিভূ বানাতে চায় তাদের অবশ্যই প্রতিরোধ করতে হবে। ডাকসুর প্রাক্তন সাধারণ সম্পাদক জনাব আবদুল কুদ্দুস মাখন বলেন যে, যুব সম্প্রদায়কে চোরাচালানী, মনাফাখোর এ মজুতদার কালোবাজারী ও হীন প্রচারকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি বলেন যে বাংলাদেশে কেবল মাত্র মুজিববাদ প্রতিষ্ঠিত হবে। এদেশে কোনো বিদেশি নীতি বা ইজম গ্রহণযোগ্য হবে না। সভায় স্থানীয় ছাত্রলীগ সভাপতি জনাব আবদুল হাই সভাপতিত্ব করেন। সভার শেষে এক মিছিল শহর প্রদক্ষিণ করে।৩৮

রেফারেন্স: ১০ জুলাই ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ