জাতীয় পে-কমিশন গঠন করা হচ্ছে- বঙ্গবন্ধু
কিশোরগঞ্জ। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেতনের কাঠামো যুক্তিসংগত করার উদ্দেশ্যে শীঘ্রই একটি জাতীয় বেতন কমিটি ঘোষণা করবেন। অর্থ ও পরিকল্পনা দফতরের মন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ আজ এই তথ্য প্রকাশ করেন। স্থানীয় স্টেডিয়াম ময়দানে এক জনসভায় ভাষণদান কালে জনাব তাজউদ্দিন আহমদ বলেন যে, প্রধানমন্ত্রীর শারীরিক অসুস্থতার দরুণ প্রস্তাবিত বেতন কমিশন ঘোষণায় বিলম্ব হলো। তিনি বলেন যে, দেশে বিভিন্ন সংস্থায় চাকুরিতে মোট ১৩৫ টি গ্রেড রয়েছে। বিভিন্ন গ্রেডের মধ্যকার ব্যবধান অত্যন্ত অযৌক্তিক। এই ব্যবধানের মাত্রা কমিয়ে আনা উচিত বলে তিনি মন্তব্য করেন। অর্থমন্ত্রী বঙ্গবন্ধুর গত ১ মে’র ভাষণের কথা উল্লেখ করে বলেন যে, প্রাথমিক স্কুল শিক্ষক সহ নিম্ন আয় গ্রুপের বেতন বৃদ্ধির জন্য সরকার ইতোমধ্যেই ব্যবস্থা গ্রহণ। করেছে। জনাব তাজউদ্দিন আহমদ হেলিকপ্টারযোগে এখানে এসে পৌছলে তাঁকে আন্তরিক অভ্যর্থনা জ্ঞাপন করা হয়। তিনি আরও বলেন যে, বিরাট ত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। দেশের সার্বিক উন্নয়ন করে কঠোর পরিশ্রম ও দৃষ্টিভঙ্গী পরিবর্তনের জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান। জনসভায় ভাষণ দানকালে চলতি আর্থিক বৎসরের জন্য সম্প্রতি ঘোষিত বাজেট সম্পর্কে জনাব তাজউদ্দিন আহমদ বলেন,স্বাধীনতাকালে দেশের সমস্ত অর্থনীতি বিধ্বস্ত হয়ে যাওয়ায় সার্বিক উন্নয়ন করে প্রয়োজনীয় ব্যবস্থা সরকার গ্রহণ করতে পারেননি। কৃষির ওপর নির্ভরশীল শতকরা ৭০ ভাগ লোক কর পরিশোধের ক্ষমতা হারিয়ে ফেলেছেন। জনগণের সুবিধার্থে সরকার ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা গত বাংলা বৎসরের শেষ তারিখ পর্যন্ত বকেয়া ভূমি রাজস্ব ও লবণ কর প্রভতি মওকহ করে দিয়েছে। তিনি বাজেট শিক্ষা খাতসহ বিভিন্ন খাতে বরাদ্দকৃত অর্থের কথা উল্লেখ করেন। তিনি আরও বলেন যে, সাধারণ লোকের পরিবহণ সমস্যা মোকাবেলার উদ্দেশ্যে বিনা শুল্কে বাইসাইকেল ও অটোরিক্সা আমদানির সুযোগ দেওয়া হয়েছে। জনাব তাজউদ্দিন সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদে বিশ্বাসীদের প্রতি শোষণহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠার প্রচেষ্টায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন যে, কতিপয় শক্তি আওয়ামী লীগের নির্বাচিত এতনিধিদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে গণতন্ত্রে ও সমাজতন্ত্রের মূলে আঘাত হানার জন্য উঠে পড়ে লেগেছে। কেবল মাত্র সরকারি কর্মচারীদের নিয়ে অথবা বড় বড় কথা দ্বারা সমাজতন্ত্র কায়েম করা যাবে না। নতন জাতির লক্ষ্য বানচালের মতলবে লিপ্ত ব্যক্তিদের সম্পর্কে সতর্ক থাকার জন্য জনগণের। প্রতি আহ্বান জানিয়ে জনাব তাজউদ্দিন আহমদ ঘোষণা করেন যে, এ দেশে গণতন্ত্রের আর স্থান হবে না। সরকার চাষিদের জমির মালিক করার ভিত্তি প্রতিষ্ঠা করছে বলে তিনি মন্তব্য করেন।২৯
রেফারেন্স: ৮ জুলাই ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ