You dont have javascript enabled! Please enable it! 1972.07.01 | বাংলাদেশের যোগদান সম্পর্কে ইন্দিরা | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

বাংলাদেশের যোগদান সম্পর্কে ইন্দিরা

সিমলা। শীর্ষ সম্মেলন শেষে পাকিস্তানি যুদ্ধবন্দি সম্পর্কে শ্রীমতি গান্ধী বলেন যে, ভারত জেনেভা কনভেনশনের বিধান পুরোপুরি মেনে চলে। কনভেনশনে যুদ্ধাপরাধের জন্যে অপরাধীদের বিচারের বিধান রয়েছে। পাকিস্তানের অধিকাংশ সৈন্য ভারত-বাংলাদেশ যুক্ত কমান্ডের কাছে আত্মসমর্পণ করেছে। বাংলাদেশের নেতৃবৃন্দের মতামত ছাড়া ভারত এককভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে না। বেসামরিক বন্দিদের ফিরিয়ে দেয়া যাবে কিনা এই মর্মে এক প্রশ্নের জবাবে শ্রীমতি গান্ধী বলেন যে, কোনো সহজ সমাধান সম্ভব নয়। কারণ তৃতীয় একটি দেশের সাথে জড়িত রয়েছে। তিনি আরও বলেন যে, ভারত পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্কের ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে না। পাকিস্তান যত তাড়াতাড়ি বাংলাদেশের সাথে সমস্যা মিটিয়ে ফেলতে পারে তত সহজে এই সব সমস্যার মিমাংসা হয়ে যাবে। বাংলাদেশকে পাকিস্তানের স্বীকৃতি দান শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগদানের একটি পূর্ব শর্ত কিনা এই মর্মে এক প্রশ্নের জবাবে শ্রীমতি গান্ধী বলেন, ভারতের দিক থেকে এটা কোনো শর্ত নয়। বাংলাদেশ একটি স্বাধীন দেশ এবং শেখ মুজিব এই সম্পর্কে সিদ্ধান্ত নেবেন বলে তিনি মন্তব্য করেন।১

রেফারেন্স: ১ জুলাই ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ