মুক্তিযোদ্ধাদের জন্য ট্রাষ্ট গঠন করা হবে
সাহায্য ও পুনর্বাসন মন্ত্রী জনাব কামারুজ্জামান গত বৃহস্পতিবার বলেন যে, মুক্তিযোদ্ধাদের কল্যাণের জন্য শীঘ্রই একটি ট্রাষ্ট গঠন করা হবে। পুনর্বাসন মন্ত্রী সকালে কম্বাইন্ড মিলিটারী হাসপাতালে চিকিৎসাধীন মুক্তিযোদ্ধাদের সাথে আলোচনাকালে এ কথা বলেন। এ হাসপাতালে বর্তমানে ৭৬ জন আহত মুক্তিযোদ্ধা চিকিৎসাধীন রয়েছেন। তারা সম্প্রতি ভারত থেকে প্রত্যাবর্তন করেছেন। শিক্ষামন্ত্রী অধ্যাপক ইউসুফ আলীও হাসপাতাল পরিদর্শন করেন। বাংলাদেশ সেনাবাহিনীর নেতা চীফ অব স্টাফ কর্ণেল মোহাম্মদ শফিউল্লাও তাদের সাথে ছিলেন। মন্ত্রী বলেন যে, এ ব্যাপারে বঙ্গবন্ধু সাহায্য ও পুনর্বাসন দফতরকে একটি পরিকল্পনা প্রণয়নের জন্য নির্দেশ দিয়েছে। এ পরিকল্পনা প্রণয়নের কাজ এগিয়ে চলছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, সরকার প্রত্যেক পঙ্গু ও বিকলাঙ্গ মুক্তিযোদ্ধাকে প্রয়োজনীয় ট্রেনিং দেবেন এবং তাদের যোগ্য কাজে নিযুক্ত করবেন। সরকার পঙ্গু মুক্তিযোদ্ধাদের নিয়োগ করার জন্য একটি প্রয়োজনীয় শিল্প করখারানাও স্থাপনের কথা চিন্তা করছেন। তিনি বলেন, সমগ্র জাতি মুক্তিযোদ্ধাদের নিকট কৃতজ্ঞ। শিক্ষামন্ত্রী অধ্যাপক ইউসুফ আলী বলেন যে, আহত মুক্তিযোদ্ধাগণ হাসপাতালে থেকে অথবা হলে গিয়ে পরীক্ষা দিতে পারবেন। তিনি আরও বলেন যে, যদি কোনো মুক্তিযোদ্ধা লিখতে অক্ষম হয়ে থাকেন তাহলে তার ডিকটেশন লিখার জন্য অন্য একজনকে নিযুক্ত করতে পারবেন।৯৬
রেফারেন্স: ৩০ জুন ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ