You dont have javascript enabled! Please enable it! 1972.06.29 | বাংলাদেশ ও ভারতের মধ্যে শীঘ্রই সাংস্কৃতিক বিনিময় চুক্তি হবে | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

বাংলাদেশ ও ভারতের মধ্যে শীঘ্রই সাংস্কৃতিক বিনিময় চুক্তি হবে

বাংলাদেশ এবং ভারতের মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক প্রতিনিধি বিনিময়ের উদ্দেশ্যে শীঘ্রই একটি দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন হবে। আগামি কোনো এক সময়ে এই চুক্তিটি স্বাক্ষরিত হবে বলে সম্ভাবনা দেখা যাচ্ছে। একজন মুখপাত্রের ভাষ্যে জানা গেছে যে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উক্ত চুক্তি খসড়াটি পরীক্ষা করে দেখা হয়েছে এবং বর্তমানে চূড়ান্ত পর্যায়ে এসেছে। এখন এটা মন্ত্রী পরিষদে গৃহীত হলেই চূড়ান্ত হবে। খসড়া চুক্তিপত্রে ছাত্র, পন্ডিত ব্যক্তি, কারিগরি, বৈজ্ঞানিক, শিল্পী এবং চিকিৎসা বিষয়ক কর্মচারী প্রতিনিধি বিনিময়ের প্রস্তাব করা হয়েছে। এছাড়া শিল্পী, কৃষ্টি, শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা ক্ষেত্রে পরস্পর যোগাযোগ সহযোগিতা বিধানের জন্য এই চুক্তিতে ব্যবস্থা রয়েছে। বাংলাদেশ শিক্ষামন্ত্রী জনাব ইউসুফ আলী তার গত ভারত সফরকালে ভারতীয় শিক্ষামন্ত্রীর সাথে এ নিয়ে আলোচনা করেছেন। ভারতীয় শিক্ষামন্ত্রীকে বাংলাদেশে আসতে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি বাংলাদেশে এসে চুক্তিটি স্বাক্ষর করবেন বলে জানা গেছে।৯৩

রেফারেন্স: ২৯ জুন ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ