পাকিস্তানের সাথে বেসামরিক লোক বিনিময় করতে বাংলাদেশ রাজী
পররাষ্ট্রমন্ত্রী জনাব সামাদ পুনরুল্লেখ করেন যে, বাংলাদেশ পাকিস্তানের সাথে একের বদলে এক ভিত্তিতে বেসামরিক নাগরিক বিনিময় করতে রাজী আছেন। তবে তিনি জোরের সাথে বলেন, কোনো অবস্থাতেই বাংলাদেশ যুদ্ধাবন্দি ও বেসামরিক নাগরিকদের এক করে দেখবে না। বাসসর এ খবরে বলা হয়, জনাব সামাদ রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির নয়া প্রধান মি. এ শিফলের সাথে কথাবার্তা বলার পর সাংবাদিকদের কাছে উপরোক্ত মন্তব্য করেন। মি.শিফলে বিকেলে পররাষ্ট্রমন্ত্রীর সাথে তার অফিসে দেখা করেন। জনাব সামাদ বলেন যে, এক হাজার অসুস্থ ও বেসামরিক নাগরিক বিনিময়ের যে প্রস্তাব আন্তর্জাতিক রেড ক্রস দিয়েছে, তার সাথে বাংলাদেশ একমত। রেডক্রস পাকিস্তানের কাছে আবার এই প্রস্তাব দিতে সম্মত হয়েছে বলে তিনি জানান। পররাষ্ট্রমন্ত্রী একথাও বলেন যে অসুস্থ ও পঙ্গু বাঙালি-বিহারী বিনিময়ের প্রস্তাব নতুন নয়। তবে এখন তা পাকিস্তানের ওপর নির্ভর করে।
শীর্ষ বৈঠকের পর : মি. শিফলে সাংবাদিকদের বলেন, ভারত-বাংলাদেশের শীর্ষ বৈঠকের পর এই সমস্যার একটি সমাধান হবে বলে আমরা আশা করতে পারি।৭৯
রেফারেন্স: ২০ জুন ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ