ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে এক হতে হবে- আবদুর রাজ্জাক
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আওয়ামী সেচ্ছাসেবক বাহিনীর প্রধান জনাব আবদুর রাজ্জাক গত শনিবার রাতে আটদিনের সাংগঠনিক সফর শেষে ঢাকা ফিরে এসেছেন। সফরকালে তিনি রাজবাড়ি, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর ও নড়াইলের বিভিন্ন জনসভা, কর্মী সম্মেলন ও সেচ্ছাসেবক বাহিনীর গার্ড অব অনার অনুষ্ঠানে ভাষণ দেন। গত ১৬ জুন আওয়ামী লীগ নেতা ও মুজিববাদের অন্যতম প্রবক্তা জনাব আবদুর রাজ্জাক নড়াইলের এক বিরাট জনসভায় ভাষণ দেন। বক্তৃতায় তিনি বলেন, লাখো শহীদের বিনিময়ে আমরা দেশকে শত্রুমুক্ত করেছি। বিদেশি দালাল ও কুচক্রীদের ষড়যন্ত্র দ্বারা আমরা বাংলার স্বাধীনতা নস্যাৎ করে দিতে পারি। তিনি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সগ্রামের আহ্বান জানান। মুজিববাদের ব্যাখ্যা প্রসঙ্গে তিনি বলেন, বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে কুচক্রী মহল মুজিববাদের অপব্যবহার করেছে। বাংলার মাটি, বাংলার আবহাওয়া, পরিবেশ, রীতিনীতি ও সংস্কৃতির ওপর বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন, চারটি মূলনীতি যারা মানে না তারা বঙ্গবন্ধুর আদেশকে বিশ্বাস করে না। তিনি উল্লেখ করেন, জাতীয় কৃষক লীগের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো সম্পর্ক নাই। ঢাকা ম্যাচ ফ্যাক্টরী শ্রমিকদের দুই ঘণ্টা অধিক পরিশ্রম করার বৈপ্লবিক সিদ্ধান্তকে অভিনন্দন জানান।৬৮
রেফারেন্স: ১৮ জুন ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ