হুমায়ুন কবীরকে হত্যার নিন্দা করার মত ভাষা খুঁজে পাচ্ছি না- মওলানা ভাসানী
টাঙ্গাইল। মওলানা আবদুল হামিদ খান ভাসানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং তরুণ কবি হুমায়ুন কবীরের সাম্প্রতিক নৃশংস হত্যার নিন্দা করেছেন। তিনি বলেন তার মৃত্যুতে একটা অপূরণীয় ক্ষতি হলো। এই বর্বর হত্যাকাণ্ডের নিন্দা করার মতো ভাষা আমি খুঁজে পাচ্ছিনা। এসব দুষ্কৃতকারীক খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি বিধানের জন্য সরকারের কাছে তিনি আবেদন জানিয়েছেন। মওলানা ভাসানী সন্তোষে তার বাসগৃহে সাংবাদিকদের সাথে আলাপ প্রসঙ্গে একথা বলেন।
বদরুন্নেসা আহমেদ : মিসেস বদরুন্নেসা আহমেদ এমসিএ নিরীহ জনসাধারণকেও রাজনৈতিক হত্যাকাণ্ডের নিন্দা করেছেন। এক বিবৃতিতে তিনি রূপগঞ্জের হত্যার ঘটনাকে নিন্দা করে সরকারের কাছে আবেদন জানিয়েছেন যেন সরকার এসব ঘটনা রোধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।৬২
রেফারেন্স: ১৬ জুন ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ