বঙ্গবন্ধু সকাশে কবি গোবিন্দ হালদার
সম্প্রতি কবি গোবিন্দ হালদার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে গণভবনে সাক্ষাৎকারে বঙ্গবন্ধুকে একটি স্বরচিত কবিতা গ্রন্থ উপহার দেন। এখানে উল্লেখ করা যেতে পারে যে, কবি হালদারের রচিত বহু গান স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়েছিল। তার গানগুলো বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছিল এবং জাতিকে চেতনায় উদীপ্ত করেছিল। ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’, এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা’ এ গানগুলোর আবেদন ছিল ব্যাপক। কবি হালদার গত সপ্তাহে পশ্চিমবঙ্গ থেকে এখানে এসে পৌঁছেছেন।
রেফারেন্স: ১৫ জুন ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ