You dont have javascript enabled! Please enable it! 1972.06.12 | যুদ্ধবিদ্ধস্ত অর্থনীতি পুনর্গঠনে ভারত সর্বাত্মক সহযোগিতা দেবে- তাজউদ্দিন আহমদ | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

যুদ্ধবিদ্ধস্ত অর্থনীতি পুনর্গঠনে ভারত সর্বাত্মক সহযোগিতা দেবে- তাজউদ্দিন আহমদ

বাংলাদেশের যুদ্ধবিধ্বস্ত ও অর্থনৈতিক পুনর্গঠনে ভারত সর্বপ্রকার সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। বাংলাদেশে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ সোমবার নয়াদিল্লি সফর শেষে ঢাকা বিমানবন্দরে ফিরে এসে সাংবাদিকদের সাথে আলাপ করছিলেন। তিনি তিন সদস্যের এক প্রতিনিধি দলের নেতা হিসেবে নয়াদিল্লি সফরে গিয়েছিলেন। সাংবাদিকদের তিনি বলেন যে, তার সফর সফল হয়েছে। আগামি অর্থ বছরে ভারত বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠনে কি পরিমাণ সাহায্য দেবে সে সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমাদের অর্থনেতিক পুনর্গঠনে ভারতের কারপন্ন করার কোনো প্রশ্নই ওঠে না। তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত মৈত্রী চুক্তির পরিপ্রেক্ষিতেই তার প্রতিনিধিদের সাথে ভারতের পরিকল্পনা কমিশনের বৈঠক বসে। ভবিষ্যত কর্মসূচিসহ মৈত্রী চুক্তি বাস্তবায়নের বিভিন্ন দিক দিয়ে বৈঠকে পর্যালোচনা হয়েছে বলে তিনি জানান। জনাব তাজউদ্দিন আহমদ যিনি পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান বলেন, অন্যান্য দফতরের গৃহীত সমন্বয়কারী হিসেবে কাজ করতে হয়। জাতীয় এবং বিদেশ থেকে পাওয়া সম্পদের সর্বোত্তম ব্যবহার সম্পর্কেও এই দফতরের দায়িত্ব রয়েছে প্রচুর। তিনি বলেন, তার সরকারের লক্ষ্য হলো অর্থনৈতিক ক্ষেত্রে আত্মনির্ভরশীলতা অর্জন এবং রাজনৈতিক ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন করা। জাতীয় সম্পদের সর্বাধিক ব্যবহার এবং অর্থনৈতিক স্বয়সম্পূর্ণতার জন্যে কঠোর পরিশ্রমের প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এমন খাতে আমাদের ব্যয় করা উচিত হবে না যা থেকে আমরা কোনো ফল পাবো না। তিনি বিদেশি রাষ্ট্রের ওপর নির্ভরশীল হওয়ার বিরোধীতা করেছেন এবং জাতীয় সেবায় দেশের অভ্যন্তরীণ সম্পদের সর্বাধিক সদ্ব্যবহারের আহ্বান জানিয়েছেন। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ বলেন, কোনো বিদেশেী সাহায্য শর্তমুক্ত হতে পারে না। এই প্রতিনিধি দলের ওপর সদস্য হলেন পরিকল্পনা কমিশনের ডেপুটি প্রধান ড. নুরুল ইসলাম, এবং পরিকল্পনা পরিষদের সদস্য ড. আহমদ হোসেন।৪৭

রেফারেন্স: ১২ জুন ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ