You dont have javascript enabled! Please enable it! 1972.06.08 | মুনাফাখোরী বন্ধ করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

মুনাফাখোরী বন্ধ করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ

পাবনা। যোগাযোগ মন্ত্রী জনাব মনসুর আলী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে কৃত্রিম সংকট সৃষ্টি এবং দ্রব্য মূল্য বৃদ্ধি না করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সরকার বাংলাদেশের মজুতদারী ও মুনাফাখোরদের কার্যকালাপ বন্ধ করতে দৃঢ় প্রতিজ্ঞ। মন্ত্রী গত রোববার স্থানীয় ব্যবসায়ীদের সাথে বাজার পরিস্থিতি নিয়ে আলোচনাকালে উপরোক্ত মন্তব্য করেন। জনাব মনসুর আলী বাংলাদেশের জরুরি অবস্থায় তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার পরামর্শ দেন। নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য স্বাভাবিকরণের জন্য তিনি তাদের সাহায্য ও সহযোগিতা কামনা করেন। আলোচনাকালে স্থানীয় রাজনৈতিক সংস্থার প্রতিনিধিগণও উপস্থিত ছিলেন। সভায় সংশোধিত রেশন ব্যবস্থার পরিবর্তে পূর্ণ রেশন ব্যবস্থা চালুর জন্য সরকারের সাথে আলোচনার সিদ্ধান্ত গৃহীত হয়।
যোগযোগ মন্ত্রী ভুয়া রেশন কার্ড উদ্ধারের জন্য স্থানীয় প্রশাসন বিভাগের প্রতিও নির্দেশ প্রদান করেন। আলোচনায় জনাব আবদুর রব (বগা মিয়া) এম সি এ অংশগ্রহণ করেন। এর আগে জনাব মনসুর আলী পাবনা শাখা আওয়ামী লীগ মহিলা সমিতির অফিস উদ্ভোধন করেন।৩২

রেফারেন্স: ৮ জুন ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ