আরও দু’কোটি টাকা কৃষি ঋণ মঞ্জুর
বাংলাদেশ ব্যাংক কৃষি খাতে অর্থ সরবরাহের জন্য বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকে আরো দু’কোটি টাকার অতিরিক্ত ঋণ মঞ্জুর করেছেন। স্বাধীনতার পর থেকে যে সাহায্য দেয়া হয়েছে বর্তমানে মঞ্জুরী মিলে তা সর্বমোট সাড়ে ৬ কোটি টাকায় দাড়িয়েছে। বাসস বাংলাদেশ ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তির বরাত দিয়ে জানায় যে এই ব্যাংক স্বাধীনতার পরবর্তী সময় দেশে চাল, চিনি ও মাছ উৎপাদনে অর্থ সরবরাহের জন্য বাংলাদেশ জাতীয় সমবায় ব্যাংকে ৮ কোটি ৪০ লাখ টাকার ঋণ মঞ্জুরী দিয়েছে। বাংলাদেশ ব্যাংক কৃষি উন্নয়ন ব্যাংক ও বাংলাদেশ সমবায়কে এ যাবৎ যে ঋণ দিয়েছে তার পরিমাণ সর্বমোট ১৪ কোটি ৯০ লাখ টাকায় দাঁড়িয়েছে।১১
রেফারেন্স: ৩ জুন ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ