You dont have javascript enabled! Please enable it! 1971.12.03 | ঢাকা বেতারের স্বীকৃতি মুক্তিবাহিনীর গুলীতে অল্পের জন্য নরঘাতী নিয়াজীর প্রাণ রক্ষা - সংগ্রামের নোটবুক

ঢাকা বেতারের স্বীকৃতি মুক্তিবাহিনীর গুলীতে অল্পের জন্য নরঘাতী নিয়াজীর প্রাণ রক্ষা

(নিজস্ব সংবাদদাতা)। হিলি (দিনাজপুর), ২৮শে নবেম্বর মুক্তিবাহিনীর তরুণ যােদ্ধারা এই রণাঙ্গনে মৃত্যুর সাথে পাঞ্জা রেখে পাকিস্তানী নরপশুদের ওপর বেপরােয়া আক্রমণ কালে গতকল্য লেঃ জেনারেল নিয়াজী অল্পের জন্য প্রাণে মৃত্যুর করাল গ্রাস থেকে রক্ষা পায়। দখলীকৃত ঢাকা বেতার থেকে গত ২৭শে নবেম্বর রাত ১১টা ২০ মিনিটে এ খবরের সত্যতা স্বীকার করা হয়। ঘটনার বিবরণে প্রকাশ, সারা বাংলাদেশে গেরিলা যােদ্ধাদের প্রচণ্ড আক্রমণে দিশেহারা খান সেনাদের মনােবল অক্ষুন্ন রাখার জন্য দখলীকৃত বাংলাদেশের সর্বাধিনায়ক রণােন্মাদ লেঃ জেনারেল এ,  কে, নিয়াজী সমগ্র দখলীকৃত এলাকায় ছুটোছুটি কালে গতকাল হিলি রণাঙ্গনে আগমন করে। ঠিক সে সময় চলছিল মুক্তিবাহিনীর সর্বাত্মক আক্রমণ। মুক্তিযােদ্ধাদের দুর্ধর্ষ আক্রমণে দিশেহারা হয়ে পলায়নকালে নরঘাতী নিয়াজীর জীপটির অগ্রভাবে গেরিলাযােদ্ধাদের নিক্ষিপ্ত গােলা এসে পড়ে। নিয়াজী কোনরকমে গােলা বৃষ্টির মধ্যে আত্মরক্ষা করে ঢাকায় ফিরে যায়।

জয়বাংলা (১) [১: ৩০

৩ ডিসেম্বর ১৯৭১

সূত্র:  গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড  ০৯