সালদানদীতে ৩০ জন শত্রু সৈন্য খতম
গত কয়েকদিন আগে স্বাধীনতাকামী গেরিলাযােদ্ধারা সালদানদী রেলওয়ে ষ্টেশন, সালদানদী বাজার ও নয়নপুরে আক্রমণ চালান। ২৪ ঘণ্টাব্যাপী প্রচন্ড আক্রমণ চালিয়ে ৩০ জন সৈন্যকে খতম করে উক্ত স্থান থেকে হানাদার পাঞ্জাবী সৈন্যদেরকে বিতাড়িত করেন। মুক্তিবাহিনী এই সাফল্যজনক আক্রমণে ৩টি হাল্কা মেশনিগান, ৫টি টমিগান, ১২টি রাইফেল এবং ৫ হাজার রাউন্ড গুলী দখল করেন। মুক্তি বাহিনী গত ৮ই নভেম্বর কুমিল্লার সরাইলে একটি টহলদার বাহিনীর ওপর অতর্কিত আক্রমণ চালান। রাজশাহীতে ১০ জন খানসেনা নিহত রাজশাহী থেকে আমাদের প্রতিনিধি জানাচ্ছেন, মুক্তিবাহিনীর দুঃসাহসিক বীর যােদ্ধারা গত ৬ই নভেম্বর সুন্দরপুরে শত্রু ঘাঁটির ওপর এক আকস্মিক আক্রমণ চালিয়ে ৫ জন হানাদার সৈন্যকে নিশ্চিহ্ন ও ১০ জন গুরুতররূপে আহত করেন। পাকিস্তানী সৈন্যরা মুক্তিবাহিনীর হাতে বেপরােয়া মার খেয়ে ক্ষিপ্ত হয়ে পরের দিন কালীনগরে মুক্তিবাহিনীর অবস্থানের ওপর এক আকস্মিক আক্রমণের দুঃসাহস দেখালে আমাদের বীর যােদ্ধারা সে আক্রমণ দৃঢ়তার সাথে প্রতিহত করে ৫ জন হানাদার সৈন্য নিশ্চিহ্ন করে দেন এবং তাদের কাছ থেকে অস্ত্রশস্ত্র কেড়ে নেন। দিশেহারা হানাদারা সৈন্যরা পাল্টা ব্যবস্থা স্বরূপ কালীনগরের পার্শ্ববর্তী গ্রামের বহুসংখ্যক কাঁচা ঘরবাড়ীতে অগ্নিসংযােগ ও নিরীহ গ্রামবাসীকে হত্যা করে। মুক্তি বাহিনী এর আগে পাকিস্তানী সৈন্যের একটি লাশ ক্যাম্পে নিয়ে আসেন।
জয়বাংলা (১) ঃ ১: ৩০
৩ ডিসেম্বর ১৯৭১
সূত্র: গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড ০৯