স্বীকৃতির প্রশ্নে সুস্পষ্ট ভূমিকা গ্রহণ করুন
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জনাব আবদুস সামাদ পাকিস্তানের প্রেসিডেন্ট ভুট্টোর প্রতি বাংলাদেশের বাস্তবতা স্বীকারে আরো সুস্পষ্ট ভূমিকা গ্রহণের সাহস অর্জনের আহ্বান জানিয়েছেন। বুধবার বাসস’র খবরে প্রকাশ, বাংলাদেশকে স্বীকৃতি দেবার প্রশ্নে পাকিস্তানি প্রেসিডেন্টের শর্ত আরোপের খবরের ওপর মন্তব্য করতে হলে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, স্বীকৃতির প্রশ্নে জনাব ভুট্টোর আর টালবাহানা করা উচিত নয়, কারণ সময় সমুপস্থিত। তিনি বলেন যে, বাংলাদেশের শুধু একটাই শর্ত আর তা হচ্ছে এই নয়া প্রজাতন্ত্রকে স্বীকৃতি দান। তাহলে উভয় দেশ সমপর্যায়ে থেকে সচ্ছল দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করতে পারে। তিনি বলেন যে, স্বীকৃতির পরই যুদ্ধবন্দিদের প্রশ্নটি সহ সকল বিষয়ে আলোচনা চলতে পারে। তিনি বলেন, যুদ্ধবন্দিদের বিষয়টি আলোচনা যোগ্য। কারণ সকল যুদ্ধবন্দিই অপরাধী নয়। বঙ্গবন্ধু ও পাকিস্তানি প্রেসিডেন্টের মধ্যে পত্র বিনিময় হয়েছে বলে হংকং-এর একটি পত্রিকার খবরকে মন্ত্রী ভিত্তিহীন বলে মন্তব্য করেন।
সকল প্রতিবেশীর সাথে সহযোগিতা : পররাষ্ট্রমন্ত্রী জনাব আবদুস সামাদ বলেছেন, বাংলাদেশ তার সকল প্রতিবেশি রাষ্ট্রের সাথে ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে তুলবে এবং দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা চালাবে। সাংবাদিকদের সাথে আলোচনাকালে তিনি একথা বলেন। বাসস’র অপর একটি খবরে বলা হয়, মন্ত্রী আগামি ২ জুন এক সপ্তাহের জন্য মালয়েশিয়া ও সিঙ্গাপুর সফরের পরিকল্পনা করছেন।১০৩
রেফারেন্স: ৩১ মে ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ