দূরাঞ্চলে বিমান থেকে খাদ্যদ্রব্য নিক্ষেপ করা হবে
বুধবার থেকে বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে বিমান থেকে খাদ্যদ্রব্য নিক্ষেপ শুরু হবে। বাংলাদেশের জাতিসংঘ রিলিফ অভিযানের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আনরড সূত্রের বরাত দিয়ে বাসস এই খবর দিয়েছে। সুইস সরকারের একটি বিমান বাংলাদেশে রেডক্রসের আন্তর্জাতিক কমিটির তত্ত্বাবধানে রয়েছে। এই বিমানটি খাদ্যদ্রব্য নিক্ষেপের জন্য ব্যবহার করা হবে। ইতোপূর্বে আনরড় প্রধান মি: ভিক্টোর এমব্রিচ সুইস সরকারের কাছে এ বিমানটি ব্যবহারের অনুমতি চেয়েছিলেন। সুইস সরকারের অনুমতিক্রমেই বিমানটি এ কাজে ব্যবহৃত হবে। আনরড এ সূত্রে বলা হয়েছে অপর একটি বিমান শীঘ্রই এ কাজে পাওয়া যাবে।
চট্টগ্রাম বন্দরে বিপুল খাদ্যশস্য : জাতিসংঘের সেক্রেটারি জেনারেল বাংলাদেশে সাহায্যের জন্য যে আবেদন করেছিলেন, তারই ফলস্বরূপ বিপুল পরিমাণ খাদ্যশস্য আসতে শুরু করেছে। চট্টগ্রাম বন্দরে একটি জাহাজ থেকে ইতোমধ্যে ৪৮ হাজার টন গমের চালান খালাস করা হয়েছে। অপর একটি জাহাজ থেকে ১৮ হাজার টন চাল খালাস করা হয়েছে। এই জাহাজটি চট্টগ্রাম বন্দরে ভাসমান গুদাম হিসেবে অবস্থান করছে। জাহাজটি ২৪ হাজার টন মাল বহনের ক্ষমতা রাখে। আনরড খাদ্যদ্রব্য অভিযানে সাহায্যকল্পে জাহাজ ভাড়া করেছে। আরো জানা গেছে বাংলাদেশে ব্যবহৃত জাতিসংঘের ছোট জাহাজে লোহার পাত, পাইপ, ট্রাক, টিউবয়েলের যন্ত্রাংশ ও অন্যান্য জিনিসপত্র বহন করছে। বাংলাদেশ সরকার যে জায়গাতে খাদ্য অভিযানের কর্মসূচি নির্দিষ্ট করবে সেখানেই কাজ করতে তারা আগ্রহী।৯৯
রেফারেন্স: ২৯ মে ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ