You dont have javascript enabled! Please enable it! 1972.05.26 | আত্মসমর্পণ না করলে দালালদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

আত্মসমর্পণ না করলে দালালদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে

গৌরনদী। ভূমি প্রসাশন ও ভূমি রাজস্বমন্ত্রী জনাব আব্দুর রব সেরনিয়াবত কৃষক ও শ্রমিকদেরকে ঐক্যবদ্ধভাবে সমাজতন্ত্র ও গণতন্ত্রের শত্রুদের মোকাবেলার জন্য আহ্বান জানান। গত বুধবার মন্ত্রী। জনাব সেরনিয়াবত এখানে স্কুল ময়দানে এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, বর্তমান সরকার দেশের কৃষক ও শ্রমিকদের সার্থ রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বের প্রতি দেশের মানুষের বিশ্বাস রয়েছে। স্বাধীনতার সংগ্রামে গৌরনদীর জনসাধারণের বীরত্বপূর্ণ ভূমিকার প্রতি তিনি শ্রদ্ধা নিবেদন করেন। মানুষের দুঃখ-দুর্দশার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, আপনাদের সুখী ও সমৃদ্ধ না করা পর্যন্ত আমরা আনন্দ উপভোগ করবো না। মুনাফাখোর, মজুতদার ও অসৎ ব্যবসায়ীদের ভূমিকার সমালোচনা করে জনাব সেরনিয়াবত বলেন, এই সকল মানুষ বর্বর বাহিনীর সাথে হাত মিলিয়েছে। এবং তার বিনিময়ে প্রচুর টাকা উপার্জন করেছে। তিনি মানুষের জীবনে অর্থনৈতিক সংকটের সৃষ্টিকারী এই সকল দুর্নীতিবাজদের প্রতি কঠোর সতর্কবাণী উচ্চারণ করেন। তিনি বলেন, এখনও যারা অস্ত্র গোপন করে রেখেছেন তারা সাম্রাজ্যবাদের চর। যে সকল দালালরা আত্মসমর্পণ করেনি মন্ত্রী তাদের উদ্দেশ্যে বলেন, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। বিদেশি সাহায্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, স্বাধীনতা নস্যাতে সাহায্য করতে পারে এমন কোনো শক্তির সাহায্য আমরা নেবো না। ইতোপূর্বে মন্ত্রী এখানে পৌঁছলে তাকে উৎফুল্ল জনতা স্বাগত জানায়। থানা উন্নয়ন কেন্দ্রের স্থানীয় অফিসারদের উদ্দেশ্যে জনাব সেরনিয়াবত ভাষণ দেন। তিনি বঙ্গবন্ধুর বিঘোষিত চার নীতি বাস্তবায়নে জনতার কাধে কাধ মিলিয়ে দেশের স্বার্থে কাজ করার জন্য অফিসারদের প্রতি আহ্বান জানান। তিনি অবহেলিত কুটির শিল্প উন্নয়নে গ্রামের মানুষদের সাহায্য ও সহযোগিতা দেয়ার জন্য অফিসারদের আহ্বান জানান। ইতোপূর্বে মৌলুদীতে এক জনসভায়ও মন্ত্রী ভাষণ দেন। তিনি ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ার করে দিয়ে বলেন, সরকার। সমাজতন্ত্র বাস্তবায়নের পথে সে কোনো তৎপরতা নস্যাৎ করে দিতে বদ্ধপরিকর।৯১

রেফারেন্স: ২৬ মে ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ