বিশেষ সাক্ষাৎকারে বঙ্গবন্ধু
সোভিয়েত ইউনিয়ন সর্বদা নির্যাতিত মানুষের পাশে থেকেছে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপনিবেশবাদী ও সাম্রজ্যবাদী শক্তির বিরুদ্ধে মুক্তি সংগ্রামে নিয়োজিত জনগণের প্রতি সমর্থন দানকে সোভিয়েত জনগণের সবচেয়ে বড় সাফল্য বলে অভিহিত করেছেন। তাস-এর প্রতিনিধি সার্গেই এফ বুলান্টসেভ-এর সাথে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। এনা খবরটি পরিবেশন করেছে। বঙ্গবন্ধু বলেন, সোভিয়েত জনগণ সবসময় মুক্তি সংগ্রামরত নির্যাতিত জনগণের পাশে থেকেছে “আর সেটাই তাদের সবচেয়ে বড় সাফল্য।” প্রধানমন্ত্রী বলেন, সোভিয়েত ইউনিয়ন অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিরাট সাফল্য অর্জন করেছে। সোভিয়েতের সমাজতান্ত্রিক অর্থনেতিক নাতি সেখানকার বেকার সমস্যা ও অন্যান্য সমস্যা সমাধানে কি করে সফল হলো তা থেকে অন্যান্য দেশের শিক্ষা গ্রহণ করা উচিত। সোভিয়েত জনগণ বিশ্ববাসীকে বহু কিছু দেখিয়েছে যা উন্নয়নশীল দেশের জন্য সহায়ক হতে পারে। বঙ্গবন্ধু বাংলাদেশে সোভিয়েত বার্তা প্রতিষ্ঠান তাস-এর পূর্ণাঙ্গ ব্যুরো স্থাপিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তাস সোভিয়েত ইউনিয়নে বাংলাদেশকে তুলে ধরবে বলেও আশা প্রকাশ করেন।৮৫
রেফারেন্স: ২৪ মে ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ