You dont have javascript enabled! Please enable it! 1966.05.26 | আওয়ামী লীগ নেতৃবৃন্দকে গ্রেফতার ও হয়রানির নিন্দা | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

আওয়ামী লীগ নেতৃবৃন্দকে গ্রেফতার ও হয়রানির নিন্দা

নেতৃবৃন্দের গ্রেফতারের প্রতিবাদে ও তাহাদের আশুমুক্তি দাবীতে চট্টগ্রাম শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ডাঃ সৈয়দুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জনাব রহমত উল্লাহ চৌধুরী, প্রচার সম্পাদক মিঃ বিধান সেন এবং কোষাধ্যক্ষ মােহাম্মদ শফী এক যুক্ত বিবৃতি দিয়াছেন। বিবৃতিতে তাঁহারা বলেন ও “গত ২০ শে মে চট্টগ্রাম পাের্টট্রাষ্টের ভাইসচেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা জনাব মােহাম্মদ ইদ্রিস ও জেলা আওয়ামী লীগ কোষাধ্যক্ষ বাবু মানিক চৌধুরীকে পাকিস্তান দেশরক্ষা আইনে গ্রেফতার করায় আমরা বিস্মিত হইয়াছি। তাহা ছাড়াও শহর আওয়ামী লীগ কার্যকরী সম্পাদক জনাব আবদুল মান্নানের গৃহে ঐ রাত্রে পুলিশ তল্লাসী চালায়। এইভাবে নেতৃবৃন্দকে গ্রেফতার ও হয়রানির নিন্দা করার ভাষা আমাদের জানা নাই।” ইতিপূর্বেও সরকার দেশরক্ষা আইনে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ সভাপতি শেখ মুজিবর রহমানসহ প্রাদেশিক আওয়ামী লীগ নেতৃবৃন্দকে গ্রেফতার করিয়াছে। বিবৃতিতে তাহারা বলেন, “সরকার দাবী করেন যে, জনগণ তাহাদের শাসন ও নীতিকে সমর্থন করে এবং বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের মতবাদ বাধামুক্তভাবে প্রকাশ করিতে পারিতেছে। অথচ সেই সরকারই আওয়ামী লীগ নেতৃবৃন্দকে গ্রেফতার ও হয়রানি করিতেছে।” তাহারা অবিলম্বে সরকারের এই নীতির পরিবর্তন ও নেতৃবৃন্দের মুক্তি দাবী জানাইয়াছেন।

Reference: দৈনিক ইত্তেফাক, ২৬ মে ১৯৬৬