You dont have javascript enabled! Please enable it! 1966.05.01 | লালমনিরহাট আওয়ামী লীগের কর্মীসম্মেলন | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

লালমনিরহাট আওয়ামী লীগের কর্মীসম্মেলন

লালমনিরহাট, ২৮ শে এপ্রিল আওয়ামী লীগের এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত কর্মী সম্মেলনে লালমনিরহাট থানার প্রত্যেক ইউনিয়ন হইতে বহুসংখ্যক আওয়ামী লীগ কর্মী যােগদান করেন। কর্মীসম্মেলনে সভাপতিত্ব করেন রংপুর। জেলা আওয়ামী লীগ সম্পাদক জনাব নূরুল হক এডভােকেট। বক্তৃতা করেন। জাতীয় পরিষদ সদস্য জনাব কামরুজ্জামান, রংপুর জেলা আওয়ামী লীগ সহসভাপতি জনাব ডাঃ আবদুল হামিদ, জেলা সহ-সম্পাদক এবং লালমনিরহাট থানা সম্পাদক জনাব আবুল হােসেন এবং বড়বাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক জনাব রফিকউল্লা মুন্সী। সভায় আওয়ামী লীগের ৬-দফার বাণী ঘরে ঘরে পৌছাইয়া দেওয়ার জন্য কর্মীদের প্রতি আহ্বান জানানাে হয়। কর্মীসম্মেলনে আওয়ামী লীগ কর্মীগণ ৬-দফার প্রতি অকুণ্ঠ সমর্থন জ্ঞাপন করেন এবং ৬-দফার বাস্তব রূপায়ণের জন্য দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করেন।

Reference: দৈনিক ইত্তেফাক, ০১ মে ১৯৬৬