You dont have javascript enabled! Please enable it! 1971.10.28 | মর্মান্তিক - সংগ্রামের নোটবুক

মর্মান্তিক

নিজস্ব প্রতিনিধি প্রেরিত] ১১ই নবেম্বর । আজ বাউয়া গ্রামে অতর্কিতে হানাদার সেনারা মুক্তিবাহিনীর একটি সেকশনকে তিনদিক থেকে ঘিরে ফেলে। ফলে প্রচন্ড সংঘর্ষের সৃষ্টি হয়। এতে ছয়জন মুক্তিযােদ্ধা শাহাদত বরণ করেন। ঘটনার বিবরণে প্রকাশ যে উক্ত রণাঙ্গনের কমান্ডার তফিরুদ্দিন তালুকদার উপরােক্ত ছয়জন মুক্তিসেনাকে যে কোন অবস্থার পরিপ্রেক্ষিতে তাদের অবস্থান ঠিক রাখতে নির্দেশ দান করেন। দুপুরের দিকে গােলাবারুদ ফুরিয়ে গেলে তারা স্থান ত্যাগ করার প্রস্তাব করলে কমান্ডার তাদের প্রস্তাব নাকচ করে দিয়ে তাদেরকে আরও গােলাবারুদ সরবরাহের প্রতিশ্রুতি দেন। কিন্তু তা সময়মতাে পৌছানাের পূর্বেই শক্রসৈন্যের একটি দল তাদেরকে ঘিরে ফেলে। এবং তাঁদেরকে অসহায় অবস্থায় বর্বরােচিতভাবে গুলি ও বেয়ােনেট চালিয়ে হত্যা করে। শহীদদের মধ্যে মুক্তিবাহিনীর ডাঃ শমসের আলীও ছিলেন; অন্যরা যথাক্রমে মােঃ সিরাজুল ইসলাম, মােঃ শাহেব আলী, রেজিন গােমেজ (খৃস্টান), এ. কে. শামসুল হক এবং আবুল হােসেন।

জাগ্রত বাংলা ১: ৭

২৮ নভেম্বর ১৯৭১

সূত্র:  গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড  ০৯