রক্ত দিয়ে আমরা রবীন্দ্র অধিকার প্রতিষ্ঠিত করেছি- বঙ্গবন্ধু
বঙ্গবন্ধু বলেছেন, বাঙালি আপন বুকের রক্ত দিয়ে রবীন্দ্রের অধিকারকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছে। রোববার বাংলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে প্রেরিত শুভেচ্ছা বাণীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আরো বলেন যে, সত্য, শ্রেয়, ন্যায়, স্বজাত্যের যে চেতনা বাঙালি কবিগুরুর কাছ থেকে লাভ করেছে আমাদের স্বাধীনতা সংগ্রামে তারও অবদান অনেকখানি। বাণীর পূর্ণ বিবরণ : নতুন পরিবেশ ও নতুন চেতনায় এবার স্বাধীন বাংলাদেশে প্রথম রবীন্দ্র জন্মোৎসব পালিত হচ্ছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে লক্ষ লক্ষ প্রাণ ও অপরিমেয় ত্যাগের বিনিময়ে। কিন্তু সত্য, শ্রেয় ন্যায় ও স্বজাত্যের চেতনা বাঙালি কবিগুরুর কাছ থেকে লাভ করেছে। আমাদের স্বাধীনতার সংগ্রামে তারও অবদান অনেকখানি। বাঙালির সংগ্রাম আজ সার্থক হয়েছে। বাঙালি তার বুকের রক্ত দিয়ে রবীন্দ্র অধিকারকে বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত করেছে। রবীন্দ্র সম্মাননায় এর চেয়ে বড় কোনো দৃষ্টান্ত আমার জানা নেই।
রেফারেন্স: ৭ মে ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ