আফসারের নেতৃত্বে
৭৬৫ বর্গমাইল এলাকা শত্রুকবল হতে মুক্ত! অধিনায়ক আফসারের নেতৃত্বে ময়মনসিংহ সদর (দক্ষিণ) ও ঢাকা সদর (উত্তর) রণাঙ্গনের ৭৬৫ বগমাইল এলাকা মুক্ত হয়েছে। সংবাদে প্রকাশ, ময়মনসিংহ সদর (দক্ষিণ) ও ঢাকা সদর (উত্তর) মুক্তিবাহিনীর অধিনায়ক আফসারের নেতৃত্বে ফুলবাড়ীয়া ও ত্রিশাল থানার দক্ষিণাংশ, ভালুকা থানার বিস্তীর্ণ এলাকা এবং কালিয়াকৈর শ্রীপুরের উত্তরাংশ বর্তমানে মুক্তিবাহিনীর দখলে এসেছে। এসব অঞ্চলে অনেকগুলাে যুদ্ধ। সংঘটিত হয়। এবং এতে প্রায় ৫৫০ জন জঙ্গীসেনা, ১৩৪ জন রেজাকার ও ডাকাত দালাল প্রায় ১৫০ জন খতম করা হয়। তাছাড়া ২৪৭ জন রেজাকার প্রায় সমসংখ্যক অস্ত্রশস্ত্র নিয়ে মুক্তিফৌজের কাছে আত্মসমর্পণ করে। মুক্ত অঞ্চলে জনজীবনের স্বাভাবিকতা ফিরে এসেছে। কোন কোন পর্যায়ে বেসামরিক দপ্তরের কাজ পূর্ণোদ্যমে চালু হয়েছে। শেষ সংবাদ পাওয়া পর্যন্ত জানা যায় যে, ভালুকা থানা হেড কোয়ার্টারে রেজাকার ও পাকসেনারা প্রায় অবরুদ্ধ অবস্থায় আছে। অন্যান্য থানা সদরগুলােতেও বঙ্গশার্দুলেরা প্রচণ্ড আক্রমণ অব্যাহত রেখে দেশদ্রোহী দালাল, রেজাকার ও বর্বরবাহিনীকে খতম এবং নাজেহাল করে চলছেন।
জাগ্রত বাংলা : ১; ৭
২৮ নভেম্বর ১৯৭১
সূত্র: গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড ০৯