You dont have javascript enabled! Please enable it! 1972.05.06 | জুনের শুরুতেই বাংলাদেশ বিশ্ব ব্যাংকের সদস্যপদ পাবে | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

জুনের শুরুতেই বাংলাদেশ বিশ্ব ব্যাংকের সদস্যপদ পাবে

জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে বাংলাদেশ বিশ্ব ব্যাংকের সদস্য পদ লাভ করবে বলে আশা করা যাচ্ছে। সফররত বিশ্ব ব্যাংক মিশনের প্রধান মি. পিটার এম কারগিল শনিবার এই মর্মে আভাস দেন বলে জানা গেছে। পাকিস্তানের সাথে সম্পাদিত চুক্তির অধীনে বিশ্ব ব্যাংক তদানীন্তন পূর্ব পাকিস্তান অর্থাৎ এখনকার বাংলাদেশ যেসব প্রকল্পে হাত দিয়ে ছিল সেই সব অসম্পূর্ণ প্রকল্পগুলোকে এখন সম্পূর্ণ করতে ব্যাংকের পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ বিশ্ব ব্যাংকের সদস্যপদ না পাওয়া পর্যন্ত এই অসমাপ্ত প্রকল্পগুলির জন্যে অর্থ সংগ্রহের বিষয়টিও গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে। বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া বিভাগের ডিরেক্টর মি. কারগিল ও মি. রোবার্ট সেডফকে নিয়ে গঠিত এই বিশ্ব ব্যাংক মিশনটি শনিবার সকালে বাংলাদেশ সেক্রেটারিয়েটে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ ও পরিকল্পনা কমিশনারের ডেপুটি চেয়ারম্যান ড. নূরুল ইসলামের সাথে এক আলোচনায় মিলিত হন।

রেফারেন্স: ৬ মে ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ