কাল বঙ্গবন্ধুকে ডাকসুর আজীবন সদস্য পদ দেয়া হবে
শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ডাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আজীবন সদস্য পদে বরণ করা হবে। এ উপলক্ষে পক্ষকালব্যাপী অনুষ্ঠানের আজ পঞ্চম দিন। বিশ্ববিদ্যালয় খেলার মাঠে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাকে বরণ করার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। এতে শিক্ষক, ছাত্র, বুদ্ধিজীবী, সাংবাদিক, সরকারি উচ্চপদস্থ কর্মচারীবৃন্দ, গণপরিষদ সদস্য এবং অনেক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকবেন। বেলা এগারটায় অনুষ্ঠান হবে। স্বেচ্ছাসেবকদের প্রতি নির্দেশ : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি আ, স, ম, আবদুর রব বিশ্ববিদ্যালয়ের হলের স্বেচ্ছাসেবকদের আজ শনিবার সকাল ৯টার মধ্যে কেন্দ্রীয় সংসদ কার্যালয়ে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। বাসস এই খবর দিয়ে জানান যে, বঙ্গবন্ধুকে ডাকসুর আজীবন সদস্য পদ দান উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে স্বেচ্ছাসেবকদের বাছাই করা হয়েছে।
রেফারেন্স: ৫ মে ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ