You dont have javascript enabled! Please enable it! 1972.05.03 | জনস্বাস্থ্য বিভাগকে ঢেলে নতুন করে সাজানোর সিদ্ধান্ত | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

জনস্বাস্থ্য বিভাগকে ঢেলে নতুন করে সাজানোর সিদ্ধান্ত

বাংলাদেশ সরকারের জনস্বাস্থ্য বিভাগকে ঢেলে নতুনভাবে সাজানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। জনস্বাস্থ্য বিভাগের অধীনে এ যাবৎ ১৪টি সংস্থা বিচ্ছিন্নভাবে কাজ করে আসছে। বর্তমানে এই সংস্থাগুলোকে সরাসরি জনস্বাস্থ্য বিভাগের নিয়ন্ত্রণে আনা হবে এবং ইতোমধ্যেই এই সংস্কারকরণের কাজ শুরু হয়েছে। জানা গেছে যে ম্যালেরিয়া উচ্ছেদ, পল্লী স্বাস্থ্য কেন্দ্র মশক নিয়ন্ত্রণ কর্মসূচি, পাবলিক হেলথ, টিবি ক্লিনিক, দাতব্য চিকিৎসালয়, শিশু কল্যাণ, পরিবার পরিকল্পনা ইত্যাদিকে একীভূত করা হবে। প্রতিটি থানায় একটি করে থানা হেলথ সার্ভিস কেন্দ্র খোলা হবে। বর্তমানে বাংলাদেশে যে ৬৫টি থানা পল্লী স্বাস্থ্য কেন্দ্র আছে সে গুলোকে থানা হেলথ সার্ভিস কেন্দ্রে রূপান্তরিত করে উন্নয়ন করা হবে। এই সব থানা হেলথ সার্ভিস কেন্দ্রের অধীনে ম্যালেরিয়া উচ্ছেদ, মসক নিধন, দাতব্য চিকিৎসালয়, পরিবার পরিকল্পনা, টিবি ক্লিনিককে আনা হবে। কেন্দ্রে ন্যূনতম ২০ থেকে ২৫ বেডের হাসপাতাল থাকবে। এবং এখান থেকে সকল প্রকার রোগের চিকিৎসা ও পরিবার পরিকল্পনার কাজ চলবে। হাসপাতালগুলোকে যতদূর সম্ভব আধুনিক করা হবে। এবং চক্ষু চিকিৎসা, সংক্রামক ব্যাধি, সল্যা চিকিত্স, মাতৃসদন ও ধাত্রী চিকিৎসার ব্যবস্থা থাকবে। জনস্বাস্থ্য বিভাগের এই সব উন্নয়ন কাজে বিশ্বস্বাস্থ্য সংস্থান, ইউনিসেফ, ক্যায়ার, কনসার্ন প্রভৃতি আন্তর্জাতিক সংস্থা থেকে পর্যাপ্ত পরিমাণে সাহায্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে জনস্বাস্থ্য বিভাগ সত্যিকারভাবে জনগণের কল্যাণ করতে পারবে বলে আশা করা যায় ।

রেফারেন্স: ৩ মে ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ