You dont have javascript enabled! Please enable it! 1967.12.20 | ৬-দফার প্রবক্তা শেখ মুজিব কারাগারে বিভিন্ন রােগে ভুগিতেছেন, সকল রাজবন্দীর মুক্তির দাবী | সংবাদ - সংগ্রামের নোটবুক

৬-দফার প্রবক্তা শেখ মুজিব কারাগারে বিভিন্ন রােগে ভুগিতেছেন, সকল রাজবন্দীর মুক্তির দাবী

কারারুদ্ধ আওয়ামী লীগ নেতার একটানা আটকাবস্থায় ক্ষোভ এবং তাহার স্বাস্থ্যের অবনতিতে উদ্বেগ প্রকাশ করিয়া এবং আগামী ঈদউৎসবের পূর্বেই তাঁহাকে মুক্তি প্রদানের দাবী জানাইয়া টাকা সদর মহকুমা আওয়ামী লীগের কার্যকরী সভাপতি ডঃ এম, এ, শহিদুদ্দিন ইস্কান্দার (গফুর) একটি বিবৃতি প্রদান করিয়াছেন। তিনি বলেন যে, ৬-দফার প্রবক্তা শেখ মুজিব বর্তমানে কারাগারে বিভিন্ন রােগে ভুগিতেছেন।

তিনি দুঃখ প্রকাশ করে বলেন যে, শেখ সাহেবের অশীতিপর বৃদ্ধপিতা শেখ লুত্যর রহমান সাহেব কিছুদিন পূর্বে গুরুতররূপে অসুস্থ হইয়া পড়িলে সকল মহল হইতে শেখ সাহেবের মুক্তির দাবী পুনর্বার উল্লেখ হয়। কিন্তু সরকার এই বিশেষ দাবী মানিয়া রয় নাই।
জনাব ইস্কান্দার বিবৃতিতে তাজুদ্দিন আহমদ, খােলকার মােশতাক আহমদ, মনি সিংহ, হাজী দানেশ, শেখ ফজলুল হক মণি, ফেরদৌস কোরেশী, মতিয়া চৌধুরী, আবদুর রাজ্জাক, নূরে আলম সিদ্দিকী, আবদুল মান্নান প্রমুখসহ সকল রাজবন্দীর মুক্তির দাবী জানাইয়াছেন।

সংবাদ, ২০ ডিসেম্বর ১৯৬৭