দেশরক্ষা বিধিবলে আওয়ামী লীগ নেতা শেখ মুজিবর রহমান ও অন্যান্য আওয়ামী লীগ নেতার গ্রেফতারের তীব্র নিন্দা করিয়া পূর্ব পাকিস্তান শ্রমিক বলেন
দেশরক্ষা বিধিবলে আওয়ামী লীগ নেতা শেখ মুজিবর রহমান ও অন্যান্য আওয়ামী লীগ নেতার গ্রেফতারের তীব্র নিন্দা করিয়া পূর্ব পাকিস্তান শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি ও নিখিল পাকিস্তান শ্রমিক কনফেডারেশনের কার্যকরী কমিটির সদস্য জনাব মকবুল হােসেন চৌধুরী গতকাল (বৃহস্পতিবার) সংবাদপত্রে এক বিবৃতি প্রদান করিয়াছেন।
বিবৃতিতে তিনি বলেন যে, দেশরক্ষা আইন যুদ্ধের সময় বলবৎ করা। হইয়াছিল। কিন্তু আজ যুদ্ধ না থাকিলেও সরকার এই আইনটি জিয়াইয়া রাখিয়াছেন। যখন জনসাধারণের পক্ষ হইতে কোন দাবী উত্থিত হয় তখন সরকার দাবীর ন্যায্যতা যাচাই না করিয়া দাবীর উদ্যেক্তাদের হয় দেশরক্ষা অথবা জননিরাপত্তা আইন বলে গ্রেফতার করিয়া কারাগারে নিক্ষেপ করেন, ইহা অত্যন্ত দুঃখজনক। তিনি আরও বলেন যে, ৬-দফা দাবী যখন প্রদেশের একপ্রান্ত হইতে অপরপ্রান্ত পর্যন্ত সমর্থন লাভ করিতেছে ঠিক সেই সময় নেতৃবৃন্দকে কারাগারে নিক্ষেপ করা হইয়াছে। তিনি নেতৃবৃন্দের আশু মুক্তি দাবী করিয়াছেন।
দৈনিক ইত্তেফাক, ১৩ মে ১৯৬৬