৬-দফা দাবীকে বাস্তবায়নের জন্য নিয়মতান্ত্রিক আন্দোলন চালাইয়া যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ
চট্টগ্রাম, ২২ শে জুলাই—অদ্য শুক্রবার চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের উদ্যোগে লালদীঘির ময়দানে অনুষ্ঠিত এক বিরাট জনসভায় গৃহীত প্রস্তাবে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবর রহমান ও অন্যান্য আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ সকল রাজনৈতিক বন্দীর অবিলম্বে মুক্তি দাবী করা হয়।
অপর এক প্রস্তাবে ৬-দফা দাবীকে বাস্তবায়নের জন্য নিয়মতান্ত্রিক আন্দোলন চালাইয়া যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
১৯৬৫ সালে যে সমস্ত রেল কর্মচারীকে চাকুরী হইতে বরখাস্ত করা হইয়াছিল অনতিবিলম্বে তাহাদের চাকুরীতে পুনর্বহালের দাবী জানাইয়া আর একটি প্রস্তাব গৃহীত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ডাক্তার সাইদুর রহমান এবং বক্তৃতা করেন ইদ্রিস আলম, আবদুল মান্নান, আবদুল্লাহ আল হারুন প্রমুখ।
বিভিন্ন বক্তা বক্তৃতাদানকালে বলেন যে, পূর্ব পাকিস্তান অর্থনৈতিক উন্নতির দিক দিয়া পশ্চাতে রহিয়া যাইতেছে। তাহারা খাদ্য পরিস্থিতির সমালােচনা করিয়া পূর্ব রেশনিং প্রথার দাবী করেন। বক্তাগণ সংবাদপত্রের স্বাধীনতা প্রদানের দাবী জানান।
আজাদ, ২৩ জুলাই ১৯৬৬