You dont have javascript enabled! Please enable it! 1972.04.11 | খসড়া সংবিধান প্রণয়ন কমিটি | ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

খসড়া সংবিধান প্রণয়ন কমিটি

জনাব মনসুর আলী: আমি প্রস্তাব করিতেছি যে, বাংলাদেশের জন্য একটি সংবিধান খসড়া প্রণয়ন করার উদ্দেশ্যে নিম্নলিখিত সদস্যগণের সমন্বয়ে একটি খসড়া প্রণয়ন কমিটি গঠন করা হোক:
১. সৈয়দ নজরুল ইসলাম ২ জনাব তাজউদ্দীন আহমদ ৩. খন্দকার মোশতাক আহমেদ ৪. জনাব এ. এইচ, এম কামারুজ্জামান ৫. জনাব এম, আব্দুর রহিম (পি.ই-২৯ দিনাজপুর)। ৬. জনাব আব্দুর রউফ ৭. জনাব মো: লুৎফর রহমান ৮. জনাব আব্দুল মোমিন তালুকদার ৯. অধ্যাপক আবু সাইয়িদ ১০. জনাব মো: বায়তুল্লাহ ১১. জনাব আমিরুল ইসলাম ১২. জনাব বাদল রশীদ বার-এট-ল ১৩. খন্দকার আব্দুল হাফীজ ১৪. জনাব মো: নুরুল ইসলাম মনজুর ১৫. জনাব শওকত আলী খান ১৬. জনাব মো: হুমায়ুন খালিদ ১৭. জনাব আছাদুজ্জামান খান। ১৮, জনাব এ. কে মুশাররফ হোসেন আখন্দ ১৯. জনাব আব্দুল মমিন ২০. জনাব শমসুদ্দিন মোল্লা ২১. শেখ আব্দুর রহমান। ২২. ফকির সাহাবউদ্দীন আহমেদ ২৩. জনাব আব্দুল মুস্তাকীম চৌধুরী ২৪, অধ্যাপক মো: খোরশেদ আলম ২৫. জনাব সিরাজুল হক ২৬. দেওয়ান আব্দুল আব্বাছ ২৭. হাফেজ হাবীবুর রহমান। ২৮. জনাব মো: আব্দুর রশীদ ২৯. শ্রী সুরঞ্জিৎ সেন গুপ্ত ৩০. জনাব নুরুল ইসলাম চৌধুরী ৩১. জনাব মুহাম্মদ খালেক ৩২. মিসেস রাজিয়া বানু ৩৩. ডা, ক্ষিতিশ চন্দ্র মণ্ডল ৩৪. ড. কামাল হোসেন ড. কামাল হোসেন কমিটির সভাপতি হিসাবে কাজ করবেন। কমিটির বৈঠকে কোরাম হবার জন্য যতজন সদস্যের উপস্থিতি দরকার হবে তাদের সংখ্যা হচ্ছে ১২ জন। ১০ জুন ১৯৭২ তারিখের মধ্যে কমিটি বিল আকারে একটি খসড়া শাসনতন্ত্রসহ তার রিপোর্ট পেশ করবেন। সভাপতি বা তার অনুপস্থিতে ক্ষমতাপ্রাপ্ত যে কোন সদস্য কমিটিতে স্থিরকৃত আকারে বিলটি উপস্থাপন করবেন। (অতপর প্রস্তাবটি ভোট দেওয়া হয় এবং সর্বসম্মতিক্রমে গৃহীত হয়) [দ্রষ্টব্য গণপরিষদ কার্যবিবরণী]

রেফারেন্স: ১১ এপ্রিল ১৯৭২, ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ