You dont have javascript enabled! Please enable it! 1972.04.12 | বঙ্গবন্ধু ভাষণ বিকৃতভাবে প্রকাশের প্রতিবাদ | ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

বঙ্গবন্ধু ভাষণ বিকৃতভাবে প্রকাশের প্রতিবাদ

সদ্য সমাপ্ত আওয়ামী লীগ কাউন্সিল অধিবেশনে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রদত্ত ভাষণ সংক্রান্ত খবর এক শ্রেণির পত্রিকায় বিকৃতভাবে প্রকাশ করা হয়েছে বলে সরকার প্রতিবাদ জানিয়েছে। বুধবার রাত্রে প্রদত্ত প্রেসনোটে বলা হয় ; “এক শ্রেণির পত্রিকায় প্রকাশিত একটি খবরের প্রতি প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। খবরটি আওয়ামী লীগ কাউন্সিল অধিবেশনে প্রদত্ত তার ভাষণ সংক্রান্ত। খবরের উক্ত অংশে বলা হয়েছে যে, বাংলাদেশে সামরিক হামলার প্রেক্ষিতে ভারত উদ্বাস্তুদের আশ্রয়দানের ব্যবস্থা ও অস্ত্র সরবরাহে এগিয়ে আসবে বলে ভারত ও তার মধ্যে চুক্তি হয়েছিল। “তা প্রধানমন্ত্রী ভাষণের বিকৃত তথ্য।” তিনি যা বলেছেন তা হলো, তার দৃঢ় বিশ্বাস ছিল যে, পাকিস্তানিবাহিনী বাংলাদেশের নিরীহ জনগণের ওপর বর্বর হামলা চালালে তারা জীবনের নিরাপত্তার জন্য প্রতিবেশী রাষ্ট্রে গমন করতে পারে। প্রধানমন্ত্রী আরও বলেন, তার লোকদের ভারত খাদ্য, সাহায্য। ও আশ্রয় দিবে বলে তার দৃঢ় আস্থা ছিল। বাংলাদেশের নিঃস্ব মানুষদের সাহায্য ও সহযোগিতা প্রদানের জন্য তিনি ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রেফারেন্স: ১২ এপ্রিল ১৯৭২, ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ