আন্তর্জাতিক রেডক্রসের মধ্যস্থতায় আটক বাঙালিরা শীঘ্রই দেশে ফিরবেন
পাকিস্তানে আটক বাঙালিরা শীঘ্রই বাংলাদেশে ফিরতে পারবেন বলে আশা করা যাচ্ছে। আন্তর্জাতিক রেডক্রসের মাধ্যমে পাকিস্তানে আটক বাঙালিদের সাথে বাংলাদেশে অবস্থানকারী পাকিস্তানি নাগরিকদের বিনিময় শীঘ্রই শুরু হচ্ছে। আন্তর্জাতিক জেনেভা চুক্তি অনুসারে উভয় দেশের মধ্যে এই বিনিময় চলতি মাসের শেষ নাগাদ আরম্ভ হবে বলে মনে করা হচ্ছে। প্রথম পর্যায়ে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে এক হাজার নাগরিক বিনিময় হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হতে জানা যায়। প্রথম পর্যায়ে কারা পাকিস্তান হতে আসবে এবং কারা বাংলাদেশ হতে অগ্রাধিকার পাবে, এই সিদ্ধান্ত আন্তর্জাতিক রেডক্রসই নিরপেক্ষভাবে গ্রহণ করবে বলে জানা গেছে। কি উপায়ে বাঙালির প্রথম পর্যায়ে পাকিস্তান হতে বাংলাদেশে আসতে পারবেন জানতে চাওয়া হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হতে জানানো হয় যে, সম্ভবতঃ বিশেষ বিমান যোগে এই প্রথম পর্যায়ের বিনিময় শুরু হবে। পরবর্তী বিনিময় কীভাবে হবে, সে সম্পর্কে এখনও কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয় নাই। তবে তা উভয় দেশের মতামতের ওপর নির্ভর করে বলে সংশ্লিষ্ট মহল হতে জানা যায়। সংশ্লিষ্ট কত্তৃপক্ষের নিকত হতে যতদূর জানা যায়, তাতে রাজনৈতিক পর্যায়ে লোক বিনিময়ের ব্যবস্থা গ্রহন করা হয় নাই। লোক বিনিময়ের দ্বিতীয় পর্যায়ে ভারতের মধ্য দিয়ে হতে পারে বলে মনে করা হচ্ছে।
রেফারেন্স: ১৩ এপ্রিল ১৯৭২, ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ