মুজিবনগরে নিযুক্ত কর্মচারীদের ২৫ মার্চের মধ্যে স্ব স্ব পদে প্রত্যাবর্তনের নির্দেশ
১৯৭১ সনের ২৫ মার্চ যেসব অফিসার বাংলাদেশে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের অধিনে চাকুরিতে নিযুক্ত ছিলেন এবং পরে মুজিব নগরের বাংলাদেশ সরকারের অধিনে নিযুক্ত হয়েছিলেন, বাংলাদেশ সরকার তাদের ১৯৭১ সালের ২৫ মার্চের স্ব স্ব পদে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। ১৯৭১ সালের ২৫ মার্চের পর দখলদার সরকার মুজিব নগরে নিযুক্ত অফিসারদের শূন্যপদে যাদের নিয়োগ করেছিল। তাদের ঐসব পদ ছেড়ে দেওয়ার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। মুজিব নগরে যাদের নতুন নিয়োগ । করা হয়েছিল এবং ততকালিন পাকিস্তান সরকারের অধিনে সাবেক পশ্চিম পাকিস্তানে যে সব বাঙালি কর্মচারী ছিলেন তাদের এখন বাংলাদেশে অনুরূপ দফতরে নিয়োগ করার জন্যও নির্দেশ দেওয়া হচ্ছে। নির্দেশে বলা হয়, এইরূপ কর্মচারীদের প্রধান সচিবালয় বা তার সংযুক্ত বা অধীনস্থ অফিস অথবা স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত এবং স্থানীয় সংস্থায় অনুরূপ পদ বা সদৃশ্য পদে নিয়োগ করতে হবে : নির্দেশ অনুযায়ী অনুরূপ বা সদৃশ্য পদ পাওয়া না গেলে তাদের সমান বেতনের জন্য পদে নিয়োগ করা যেতে পারে। মুজিব নগরে নিযুক্ত কর্মচারীদের সদৃশ্য পদে গ্রহণের জন্য প্রয়োজনীয় যোগ্যতা না থাকলে তাদের নিম্ন পদে গ্রহণ করা যেতে পারে। এই সব নিয়োগ পাবলিক সার্ভিস কমিশন দ্বারা নিয়ম মাফিক করিয়ে নিতে হবে। তৎকালীন কেন্দ্রীয় সরকারের বাঙালি কর্মচারী অথবা মুজিব নগরে নিযুক্ত কর্মচারীদের নিয়োগের জন্য শূন্যপদ পাওয়া না গেলে সংশ্লিষ্ট দফতরগুলি এইরূপ কর্মচারীদের সাময়িকভাবে নিয়োগের জন্য অতিরিক্ত পদ সৃষ্টি করবেন এবং অন্য দফতরে যেখানে শূন্যপদ পাওয়া যেতে পারে সেখানে নিয়োগের উদ্দেশ্যে অতিরিক্ত লোকদের সম্পর্কে ষ্টাবলিশমেন্ট বিভাগের নিকট রিপোর্ট পেশ করবেন। যেহেতু এইরূপ কর্মচারীদের সরকারের স্থায়ী প্রতিষ্ঠানে নিয়োগের ইচ্ছা রয়েছে সেহেতু অতিরিক্ত পদ সাময়িকভাবে তিন মাসের ভিত্তিতে মঞ্জুর করা হবে যাতে সংশ্লিষ্ট দফতরগুলি তাদের স্থায়ীভাবে নিয়োগের প্রতি নজর রাখতে পারেন।
রেফারেন্স: ১৩ এপ্রিল ১৯৭২, ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ