ভিয়েতনামের মাটিতেই সাম্রাজ্যবাদের শেষ কবর রচিত হবে- তাজউদ্দীন আহমদ
মুক্তিপাগল ভিয়েতনামের মুক্তিলাভের সাথে সাথেই ভিয়েতনামের মাটিতেই বিশ্ব সাম্রাজ্যবাদের শেষ কবর রচিত হবে। সেদিন আর বেশি দূরে নয়। আমেরিকার জনগণের স্বার্থে এবং বিশ্বশান্তি অক্ষুন্ন। রাখার পরিপেক্ষিতে ভিয়েতনামের মাটি হতে নিক্সন সরকারের অবিলম্বে হাত গুটিয়ে ফেলা প্রয়োজন। রবিবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এক গণ সমাবেশে আফ্রো- এশীয় গণ-সংহতি পরিষদের সভাপতি ও বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ উক্ত মন্তব্য করেন। ভিয়েতনামে মার্কিন যুদ্ধনীতি সম্প্রসারণের প্রতিবাদে আফ্রো-এশীয় গণ সংহতি পরিষদ ও শান্তি পরিষদের যৌথ উদ্যোগে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় ভাষণদানকালে অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ বলেন যে, বাংলাদেশের মানুষ রক্তের মূল্যে পবিত্র স্বাধীনতা অর্জন করেছে। তাই ভিয়েতনামের মুক্তির সংগ্রামে বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষ সম্ভাব্য সক্রিয় ও আন্তরিক সাহায্য দিয়ে যাবেন। তিনি আরো বলেন যে, বাংলাদেশে জোট নিরপেক্ষ বৈদেশিক নীতি ঘোষিত হলেও বিশ্বে নিপীড়িত মানুষের অধিকার আদায়ের সংগ্রামে বাংলাদেশ অবশ্যই তাদের পাশে এসে দাঁড়াবে। এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জনাব আতাউর রহমান খান এবং বক্তৃতাদান করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি প্রধান কমরেড মণি সিং, আফ্রো-এশীয় গণ সংহতি পরিষদের সাধারণ সম্পাদক জনাব বজলুর রহমান, ট্রেড ইউনিয়ন নেতা মঞ্জুরুল আহসান খান, শান্তি পরিষদের সাধারণ সম্পাদক জনাব আলী আকসাদ,বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব আবদুল কাইয়ুম মুকুল ও মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা মালেকা বেগম।
রেফারেন্স: ১৬ এপ্রিল ১৯৭২, ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ