You dont have javascript enabled! Please enable it! 1972.04.17 | শোষণহীন সমাজ প্রতিষ্ঠাই আওয়ামী লীগের লক্ষ্য | ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

শোষণহীন সমাজ প্রতিষ্ঠাই আওয়ামী লীগের লক্ষ্য

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক কমিটির নবনিযুক্ত সাধারণ সম্পাদক জনাব জিল্লুর রহমান সোমবার সন্ধায় বলেন, দেশের আপামর জনসাধারণের কল্যাণ সাধন এবং শোষণহীণ সুখী সমৃদ্ধশালী সমাজ গঠনই আওয়ামী লীগের উদ্দেশ্য। সমাজতান্ত্রিক পথে দেশের জনগণের জীবনের সুখ শান্তি ও নিরাপত্তা বিধানের জন্য আওয়ামী লীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সংগ্রাম চালিয়ে যাবে। তিনি বলেন, যে মনোভাব ও সাহসিকতার সাথে আওয়ামী লীগ নেতা ও কর্মীরা স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল, আজ ঠিক একই মনোভাব, উদ্যম ও সাহসিকতার সাথে কর্মীদের দেশ গড়ার জন্য ঝাপিয়ে পড়তে হবে। একটি ধ্বংসস্তুপের মধ্য হতে সোনার বাংলা গড়ার দায়িত্ব আওয়ামী লীগ কর্মীদের গ্রহণ করতে হবে। নবনিযুক্ত সাধারণ সম্পাদক কৃষকদের মধ্যে আওয়ামী লীগ কর্মীদের কাজ করার পরামর্শ দেন। তিনি বলেন, কৃষকদের ভাগ্য উন্নয়নের সাথে দেশের উন্নতি বহুলাংশে জড়িত। জনাব জিল্লুর রহমান নিজেকে আওয়ামী লীগের একজন সেবক হিসাবে বিবেচনা করেন। নতুন দেশ ও জাতি গড়ার কাজে তিনি দলমত নির্বিশেষ সকলের সহযোগিতা কামনা করেন।

রেফারেন্স: ১৭ এপ্রিল ১৯৭২, ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ