দৈনিক পয়গাম
১১ই ফেব্রুয়ারি ১৯৬৯
শেখ মুজিব নসরুল্লাহ সাক্ষাৎকার
(ষ্টাফ রিপোর্টার)
গতকল্য (সোমবার) ডাক-আহ্বায়ক নওয়াবজাদা নসরুল্লাহ খান আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান অভিযুক্ত ব্যক্তি শেখ মুজিবর রহমানের সহিত আবার ঢাকা ক্যান্টনমেন্টে সাক্ষাত করেন এবং প্রস্তাবিত গোলটেবিল বৈঠক সম্পর্কে আলাপ আলোচনা করেন। আলোচনাকালে ৬-দফাপন্থী আওয়ামী লীগের জনাব মিজানুর রহমান চৌধুরী, জনাব কামরুজ্জামান এম এন এ, সৈয়দ নজরুল ইসলাম, খোন্দকার মোশতাক আহমদ, জনাব আবদুল মালেক উকিল ও মোল্লা জালাল উদ্দিন উপস্থিত ছিলেন। অদ্যও (মঙ্গলবার) তিনি শেখ মুজিবর রহমানের সহিত সাক্ষাৎ করিবেন বলিয়া আশা করা যাইতেছে।
সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯