দৈনিক ইত্তেফাক
১৪ই ফেব্রুয়ারি ১৯৬৯
করাচী আওয়ামী লীগ কর্তৃক শেখ মুজিবের মুক্তি দাবী
করাচী, ১২ই ফেব্রুয়ারী- শেখ মুজিবর রহমান যাহাতে প্রস্তাবিত গোলটেবিল বৈঠকে অংশ গ্রহণ করিতে পারেন, তজ্জন্য করাচী প্রাদেশিক আওয়ামী লীগ অবিলম্বে তাঁহার মুক্তির দাবী জানাইয়াছে।
পার্টির এক প্রেস ইশতাহারে বলা হয় যে, তাঁহার অংশগ্রহণ ব্যতীত দেশের কোন শাসনতান্ত্রিক ও রাজনৈতিক আলোচনায়ই চলিতে পারে না। তাঁহাকে বাদ দিয়া কোন গোপন সমঝোতা বা চুক্তি সম্পাদন গণতন্ত্রের প্রতি বিশ্বাসঘাতকতার নামান্তর হইবে।
১৯৪০ সালের লাহোর প্রস্তাব এবং শেখ মুজিবর রহমানের ছয় দফা কর্মসূচী অনুযায়ী পার্টি প্রাক্তন প্রদেশসমূহের জন্য পূর্ণ স্বায়ত্তশাসনের দাবী জানাইয়াছে। শেখ মুজিবর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করিয়া পার্টির তরফ হইতে বলা হয় যে, তিনি জনগণের সার্বভৌমত্ব এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সংগ্রাম করিতেছেন। -এপিপি
সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯