You dont have javascript enabled! Please enable it!

আজাদ
১৩ই ফেব্রুয়ারি ১৯৬৯
শেখ মুজিবকে মুক্তি না দিলে ত্রিশ হাজার রিক্সা শ্রমিক ধর্ম্মঘট করিবে
(ষ্টাফ রিপোর্টার)

ঢাকা ইউ, সি, রিক্সা মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জনাব তোজাম্বর আলী খান গতকাল এক বিবৃতিতে বলেন যে, অবিলম্বে শেখ মুজিবর রহমানসহ সকল রাজনৈতিক ছাত্র বন্দীর মুক্তি দেওয়া না হইলে উক্ত সমিতির ৩০ হাজার শ্রমিক ধর্ম্মঘট করিতে বাধ্য হইবে। বিবৃতিতে তিনি বর্তমানে দেশে স্বাভাবিক অবস্থা ফিরাইয়া আনার জন্য সরকারের নিকট আহ্বান জানাইয়াছেন।

সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯