You dont have javascript enabled! Please enable it! 1969.02.13 | শেখ মুজিবের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের আলোচনা | দৈনিক পয়গাম - সংগ্রামের নোটবুক

দৈনিক পয়গাম
১৩ই ফেব্রুয়ারি ১৯৬৯
শেখ মুজিবের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের আলোচনা

ঢাকা, ১২ই ফেব্রুয়ারী।— আওয়ামী লীগের ৭ জন নেতা আজ সন্ধ্যায় ঢাকা ক্যান্টনমেন্টে শেখ মুজিবরের সংগে এক বৈঠকে মিলিত হইয়া দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আলোচনা করেন।
এই ৭জন নেতার মধ্যে আওয়ামী লীগের অস্থায়ী সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহ-সভাপতি খোন্দকার মোশতাক আহমদ, নিখিল পাকিস্তান আওয়ামী লীগের আহ্বায়ক জনাব এ এইচ এম কামরুজ্জামানের নাম উল্লেখযোগ্য। ডাকের বৈঠকে যোগদানের জন্য লাহোর যাত্রার পূর্বে তাহারা সম্ভবতঃ আগামী ১৫ই ফেব্রুয়ারী পুনরায় শেখ মুজিবের সঙ্গে সাক্ষাৎ করিবেন। —এপিপি৷

সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯