গােপালগঞ্জে ৫০ জন শত্রু সেনা নিহত
অন্য এক খবরে প্রকাশ, গত মাসের শেষ সপ্তাহে গােপালগঞ্জ কাশিয়ানী থানাধীন ফোকুরাতে আমাদের দুধ্বর্ষ সৈন্যদের ব্যাপক আক্রমণে ৫০ জনের অধিক খান সেনা ও ১৫ রাজাকার প্রাণ হারায়। গত ৭ই নভেম্বর শাহপুরায় মুক্তিযােদ্ধারা ৩ জন রাজাকার অস্ত্রশস্ত্রসহ বন্দী করেন।
জয়বাংলা (১) । ১; ২৯
২৬ নভেম্বর ১৯৭১
সূত্র: গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড ০৯