You dont have javascript enabled! Please enable it! 1969.02.10 | আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির সভা অব্যাহত | সংবাদ - সংগ্রামের নোটবুক

সংবাদ
১০ই ফেব্রুয়ারি ১৯৬৯
আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির সভা অব্যাহত
(নিজস্ব বার্তা পরিবেশক)

গতকাল (রবিবার) পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবুর রহমানের বাসভবনে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির সভায় আসন্ন গোলটেবিল বৈঠকের জন্য প্রেসিডেন্টের প্রস্তাবের উপর আলোচনা অসমাপ্ত থাকে। সভায় বিশেষ করিয়া প্রস্তাবিত গোলটেবিল বৈঠকে আওয়ামী লীগের যোগদানের শর্ত সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয়। এই আলোচনা অসমাপ্ত থাকিলেও শেখ মুজিব ছাড়া আওয়ামী লীগের উক্ত সভায় যোগদান না করার পক্ষে সাধারণ ভাবে অভিমত প্রদত্ত হয় বলিয়া জানা গিয়াছে।
গতকাল ৪ ঘণ্টাকাল বৈঠকের পর ওয়ার্কিং কমিটির সভা আজ (সোমবার) অবধি মুলতবী রাখা হয়।
সভায় দৈনিক ইত্তেফাকের ছাপাখানায় রাহুমুক্তিতে অত্যন্ত আনন্দ প্রকাশ করা হয়। সভায় গৃহীত প্রস্তাবে ইত্তেফাকের ছাপাখানার উপর হইতে বাজেয়াপ্তের আদেশ প্রত্যাহারকে ছাত্র শ্রমিক ও জনতার তথা গণতান্ত্রিক শক্তির বিজয় বলিয়া অভিহিত করা হয়।

সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯