You dont have javascript enabled! Please enable it! 1969.01.09 | বিরোধী আট দলের ঐক্য জোট গণতান্ত্রিক সংগ্রাম কমিটি গঠন : জনসাধারণের প্রতি নির্বাচন বর্জনের আহ্বান | দৈনিক পাকিস্তান - সংগ্রামের নোটবুক

দৈনিক পাকিস্তান
৯ জানুয়ারি ১৯৬৯
বিরোধী আট দলের ঐক্য জোট গণতান্ত্রিক সংগ্রাম কমিটি গঠন :
জনসাধারণের প্রতি নির্বাচন বর্জনের আহ্বান
(স্টাফ রিপোর্টার)

পিডিএমভুক্ত পাঁচটি দল ও অপর তিনটি দল গতকাল আসন্ন নির্বাচনে অংশগ্রহণ না করার কথা ঘোষণা করে জনসাধারণকে নির্বাচন বর্জন করার আহ্বান জানিয়েছেন। এছাড়া তারা একটি ‘গণতান্ত্রিক সংগ্রাম কমিটি’ (ডেমোক্রাটিক অ্যাকশন কমিটি ডাক) গঠনের কথা ঘোষণা করে জনসাধারণের রাজনৈতিক সার্বভৌমত্ব পুনরুদ্ধারের মহান দায়িত্ব পালনের জন্য বর্তমান আন্দোলনকে ব্যাপকতর ও সমন্বিত করে একটি ‘অহিংসা, সংঘবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ’ আন্দোলন গড়ে তোলার সংকল্প ঘোষণা করেছেন। গত এক সপ্তাহ যাবৎ ঢাকায় পিডিএম, ৬ দফাপন্থী আওয়ামী লীগ, ন্যাপ (ওয়ালী খান গ্রুপ) ও জমিয়তে ওলামায়ে ইসলামের ব্যাপক রাজনৈতিক আলাপ-আলোচনা শেষে গতকাল বিকেলে শেখ মুজিবুর রহমানের বাসভবন হতে উক্ত নেতৃবৃন্দ যুক্তভাবে এক ইশতেহারে প্রকাশ করেন।
এর আগে গতকাল সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে উপরোক্ত দলগুলোর নেতৃবৃন্দ এক বৈঠকে মিলিত হয়ে খসড়া ঘোষণাপত্র চূড়ান্তভাবে গ্রহণ করেন। ৬ দফাপন্থী আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটি বৈঠকের অনুমোদনের পর বিকেলে সৈয়দ নজরুল ইসলাম, জনাব মাহমুদুল হক ওসমানী ও জনাব মাহমুদ আলী ইশতেহারটি সাংবাদিকদের নিকট প্রচার করেন।

সুত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু: পঞ্চম খণ্ড ॥ ষাটের দশক ॥ চতুর্থ পর্ব ॥ ১৯৬৯